ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

 চকরিয়া পাহাড়তলীতে নতুন জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন

এম জিয়াবুল হক, চকরিয়া
পবিত্র রমজানুল মোবারক এর প্রথমদিনে কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের পূর্ব কাকারা পাহাড়তলী কেন্দ্রীয় জামে মসজিদের নতুন ভবন আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ২৪ মার্চ জুমার নামাজ আদায় মধ্যদিয়ে নতুন মসজিদের যাত্রা শুরু হয়েছে।

পুর্ব কাকারা পাহাড়তলী কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, সুরাজপুর মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিমুল হক আজিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, কাকারা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন, সাবেক চেয়ারম্যান শওকত ওসমান, আবদুল গনি মেম্বার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দিন কছির ও স্থানীয় এমইউপি আবু নঈম রমি। উপস্থিত ছিলেন ধর্মপ্রাণ মুসল্লী ও এলাকাবাসী।

পাঠকের মতামত: