ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

চকরিয়া থানা হেফাজতে রয়েছে এক শিশু…

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ::
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছে একটি শিশু । আজ ২৩ জুলাই মঙ্গলবার দুপুরের দিকে চকরিয়া থানা পুলিশের অপারেশন অফিসার রুহুল আমিন চকরিয়া নিউজকে বলেন, চকরিয়া থানা পুলিশের হেফাজতে থাকা শিশু টি তার পরিচয় দিতে গিয়ে জানান, তার নাম: আলী আকবর হৃদয় (৮) পিতা: আবদুল হাকিম লালা, (তিনি এস আলম গাড়ি চালক ), মাতা: রোজিনা বেগম, গ্রাম: উজিরভিটা, ইউনিয়ন: আমিরাবাদ, উপজেলা: লোহাগাড়া, চট্রগ্রাম বলে জানিয়েছেন । শিশুটিকে গতকাল রাত আনুমানিক ১০টার সময়  হারবাং ষ্টেশনে ঘুরা ফিরা করছিল বলে পুলিশ জানিয়েছেন। এসময় ডিউটিরত পুলিশ শিশুটিকে উদ্ধার করে চকরিয়া থানা হেফাজতে রাখা হয়েছে। শিশুটি জানান, টেকনাফ তার নানার বাড়ি হতে গত ২১/৭/২৯১৯ ইং তারিখ বিকালে চলে আসে। সে কাহারো মোবাইল নাম্বার দিতে পারছেনা। শিশুটি বর্তমানে চকরিয়া থানা হেফাজতে আছে। কেউ শিশুটিকে চিনলে বা তার পিতা মাতার পরিচয় জানা থাকলে চকরিয়া থানার অপারেশন অফিসার রুহুল আমিন এর মোবাইল নং 01878-031631 নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল ।

পাঠকের মতামত: