ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

চকরিয়া তিনশতাধিক প্রতিষ্টানে ৭০ হাজার শিক্ষার্থীর হাতে নতুন বই

এম.মনছুর আলম, চকরিয়া:

নতুন বই বিতরণ উৎসবকে কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়ায় বিভিন্ন স্কুলগুলোতে শুরু হয়েছে বই উৎসব।

সারা দেশের ন্যায় বছরের শুরুতে নতুন বই হাতে পেয়ে উপজেলার ১৮ ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা যেমন খুশি, তেমনি খুশি হয়েছেন অভিভাবকরা। ১ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় চকরিয়া উপজেলায় প্রায় তিন শতাধিক সরকারী-বেসরকারী প্রাথমিক বিদ্যালয়,মাধ্যমিক বিদ্যালয়,মাদ্রাসা ও ইবতেদায়ীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে ২০১৮ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীর হাতে বিনামূল্যের পাঠ্য বই বিতরণ উৎসব অনুষ্টিত হয়।উপজেলার চকরিয়া কোরক বিদ্যাপীঠ,কেন্দ্রীয় হাইস্কুল,মধ্য চকরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,পালাকাটা উচ্চ বিদ্যালয়,কিশালয় আদর্শ নিকেতন,সাহারবিল বিএম এস উচ্চ বিদ্যালয়,মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজসহ প্রায় অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনা মূল্যের বিতরণ করেছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম বিএ(অনার্স) এম এ।বই বিতরণ এ উৎসবে উদ্বোধক হিসেবে

শুভ উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খন্দকার ইখতিয়ার উদ্দিন মো.আরাফাত। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আকতার,কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার বাবু রতন বিশ্বাস,চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদ, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দরা।

বই বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম বলেন, বর্তমান সরকার ২০১০ সালের ১লা জানুয়ারি থেকে এই বই উৎসবের সূচনা করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশে শিক্ষা ক্ষেত্রে এক আমূল পরিবর্তন এনেছেন।

বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্য বই পাওয়ায় এটা বিরল এক দৃষ্টান্ত।এতে শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাবে বিদ্যালয়গামী কোমলমতি শিক্ষার্থীরা।২০২১ সালে মধ্য আয়ের দেশে বাস্তবে রূপান্তরিত করতে শেখ হাসিনার সরকার শিক্ষাক্ষেত্রে বিনামূল্য বই বিতরণসহ বিভিন্ন যুগান্তকারী প্রদেক্ষেপ হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতিবছর সারা দেশে একযুগে বিনামূল্য বই বিতরণ করে আসছে।বিশ্বের বুকে আমরা উন্নত জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। সারাদেশের সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া যেমন ঐতিহ্যে পরিণত হয়েছে,তেমনি বিশ্বব্যাপী সাড়া ফেলেছে।বর্তমানে ঝরে পড়া স্কুল শিক্ষার্থী অনেকাংশ কমে গেছে।  বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। প্রতিটি বিদ্যালয়ে ছেলে-মেয়েদের স্কুলে পাঠানোর দায়িত্ব অভিবাবকের আর তাদের লেখা-পড়ার খরচবহন করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।

পাঠকের মতামত: