এম জিয়াবুল হক, চকরিয়া
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে মহাসড়কে ব্যারিকেড দিয়ে দুবৃর্ত্ত কতৃক ছিনিয়ে নেওয়া ১৮টি মহিষের মধ্যে দুই দফায় ১১টি মহিষ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে টানা মামলা রুজু হলেও গতকাল রোববার পর্যন্ত অবশিষ্ট সাতটি মহিষ উদ্ধার করা সম্ভব হয়নি। তবে চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, পুলিশের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
চকরিয়া থানা পুলিশ জানায়,, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী আব্দুর রহিম গত ৭ ফেব্রুয়ারি কক্সবাজারের উখিয়া থেকে ১৮টি মহিষ ক্রয় করে ট্রাকভর্তি করে আনোয়ারার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে রাত পৌণে দশটার দিকে মহিষবোঝাই ট্রাকটির গতিরোধ করে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারার ডুমখালী রাস্তার মাথা এলাকায় সশস্ত্র দুর্বৃত্তরা গাড়ি থেকে ১৮টি মহিষ, ৭টি মোবাইল ও নগদ ৭৫ হাজার টাকা লুট করে।
এই ঘটনায় পরদিন ৮ ফেব্রুয়ারি চকরিয়া থানায় একটি মামলা রুজু করে মহিষ মালিক আব্দুর রহিম। এই ঘটনায় ওইদিন ৩টি মহিষসহ একজনকে গ্রেপ্তার করা হয়।
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবুনিয়া এলাকা থেকে একটি এবং সন্ধ্যার দিকে একই ইউনিয়নের ডুমখালীস্থ সংরক্ষিত বনের ভেতরে দুবৃর্ত্তদের আস্তানা থেকে আরও সাতটি লুন্ডিত মহিষ উদ্ধার করা হয়েছে। আগে উদ্ধার তিনটিসহ এ নিয়ে মোট ১১টি মহিষ উদ্ধার করা হয়েছে।
এদিকে একটি মহিষ উদ্ধারের ঘটনাস্থল চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবুনিয়াস্থ লামার ফাঁসিয়াখালি ইউপি চেয়ারম্যান নুর হোসেন চৌধুরীর বাড়ির উঠান দেখানোর ঘটনাকে স্থানীয় কতিপয় মহলের পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করেছেন ইউপি চেয়ারম্যানের পরিবার।
গতকাল রোববার বিকেলে ডুলাহাজারা উলুবনিয়াস্থ বাড়িতে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে খোলাসা করেছেন চেয়ারম্যান নুর হোসেন চৌধুরীর ছেলে আশরাফুল ইসলাম সজিব। তিনি বলেন, গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে মোটর সাইকেল চালিয়ে আমরা দুই ভাই চিংড়ি ঘের থেকে ফিরছিলাম। ওইসময় মোটর সাইকেলের লাইটের আলোতে আমার বাড়ির সামনে রাস্তায় দেখতে পাই, কয়েকজন লোক একটি মহিষ নিয়ে টানাহেঁচড়া করছে। আমরা বাড়ির কাছাকাছি চলে আসলে মহিষটি ফেলে টানাহেঁচড়া করা লোক গুলো পালিয়ে যায়।
আশরাফুল ইসলাম সজিব বলেন, পরে এলাকাবাসী কয়েকজনের সহায়তায় রাস্তা থেকে মহিষ ধরে নিয়ে আমরা বাড়ির উঠানে বেঁধে রাখি। পরদিন শনিবার সকালে আমরা দুই ভাই পুনরায় চিংড়ি ঘেরে চলে যাই। ওইসময় আমার মাকে বলে যাই, মহিষের মালিক কেউ খুজতে আসলে তাকে মহিষটি দিয়ে দিতে। এরই মধ্যে দুপুর আড়াইটার দিকে আমার মা মোবাইলে জানায়, বাড়িতে পুলিশ এসেছে, মহিষটি নিয়ে যেতে। তখন আমি মোটর সাইকেল চালিয়ে বাড়িতে এসে পুলিশের হাতে মহিষটি তুলে দিই এবং আমার বাড়ির উঠানে মহিষটি কীভাবে আসলো তাঁর বিস্তারিত জানাই।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা মহিষটি চোরের হাত থেকে উদ্ধার করে পুলিশ প্রশাসনকে হস্তান্তর করে সহযোগিতা করলেও স্থানীয় কতিপয় মহল পরিকল্পিত ভাবে এই ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করে আমাদের পরিবারকে কলুষিত করার অপচেষ্টা করেছে। আমরা এইধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি।
আশরাফুল ইসলাম সজিব বলেন, আমার পরিবারের কেউ কোনদিন খারাপ কাজে জড়িত ছিলনা এবং এখনো নেই৷ আমাদের পরিবার শুধু চকরিয়া নন, পুরো কক্সবাজার জেলায় একটি বর্ণাঢ্য ইমেজের অধিকারী আওয়ামী পরিবার। আমার দাদা মরহুম মফজল আহমদ চৌধুরী চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান ছিলেন। তাঁর মৃত্যুর পর আমার জেঠা মরহুম কামাল হোসেন টানা চারবারের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বৃহত্তর চকরিয়া উপজেলা আওয়ামী লীগেরও সভাপতি ছিলেন। আমরা বাবা নুরুর হোসেন চৌধুরী নৌকা প্রতীকে লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, অবশিষ্ট মহিষ গুলো উদ্ধারের চেষ্টা চলছে। ইতোমধ্যে দুইদফার অভিযানে উদ্ধার হওয়া ১১টি মহিষ আদালতের মাধ্যমে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
- চকরিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী নাজমুল ইসলাম গ্রেফতার
- চকরিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
- চকরিয়ায় টিসিবির ডিলারশীপ নিয়ে জালিয়াতির অভিযোগে দু’জনের বরাদ্দ স্থগিত
- খাদ্য সংকটে বনের হিংস্র হাতি এখন লোকালয়ে
- চকরিয়ায় মা-মেয়ে হত্যার ঘাতক খুনি মেহেদী ও তার সহযোগীদের ফাঁসির দাবীতে মানববন্ধন
- চকরিয়ায় সেবা নিশ্চিতে তিনটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
- আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ, কক্সবাজার’র পারিবারিক মিলনমেলা সম্পন্ন
- চকরিয়ায় প্রতিনিয়ত লোকালয়ে হানা দিচ্ছে বন্যহাতির পাল, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
- ঈদগাঁও উপজেলা বাপার সমন্বয় সভায় কমিটি গঠন
- চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান পুকুরে, চালক নিহত
- চকরিয়া এডভোকেট এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন
- চকরিয়ায় মা-মেয়ে হত্যার ঘাতক খুনি মেহেদী ও তার সহযোগীদের ফাঁসির দাবীতে মানববন্ধন
- চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান পুকুরে, চালক নিহত
- চকরিয়ায় সেবা নিশ্চিতে তিনটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
- চকরিয়ায় প্রতিনিয়ত লোকালয়ে হানা দিচ্ছে বন্যহাতির পাল, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
- খাদ্য সংকটে বনের হিংস্র হাতি এখন লোকালয়ে
- চকরিয়া এডভোকেট এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন
- ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিন ভ্রমণ
- ঈদগাঁও উপজেলা বাপার সমন্বয় সভায় কমিটি গঠন
- চকরিয়ায় টিসিবির ডিলারশীপ নিয়ে জালিয়াতির অভিযোগে দু’জনের বরাদ্দ স্থগিত
- কুতুবদিয়া উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত
- চকরিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
চকরিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
এম জিয়াবুল হক, চকরিয়া :: তারুণ্যের উৎসব-২০২৫ নতুন বাংলাদেশ গড়ার
চকরিয়ায় টিসিবির ডিলারশীপ নিয়ে জালিয়াতির অভিযোগে দু’জনের বরাদ্দ স্থগিত
নিজস্ব প্রতিবরদক, চকরিয়া :: চকরিয়ায় জালিয়াতি করে টিসিবির ডিলারশীপ হাতিয়ে
খাদ্য সংকটে বনের হিংস্র হাতি এখন লোকালয়ে
নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: কক্সবাজার ও চট্টগ্রামের সংরক্ষিত বনাঞ্চলে খাবার,
চকরিয়ায় মা-মেয়ে হত্যার ঘাতক খুনি মেহেদী ও তার সহযোগীদের ফাঁসির দাবীতে মানববন্ধন
জিয়াউল হক জিয়া, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় সাংবাদিক আব্দুল হামিদের
আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ, কক্সবাজার’র পারিবারিক মিলনমেলা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক:: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তরুণ প্রজন্মের সাংবাদিক সংগঠন-
চকরিয়ায় প্রতিনিয়ত লোকালয়ে হানা দিচ্ছে বন্যহাতির পাল, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
এম জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় বেশকিছু দিন খাবারের
পাঠকের মতামত: