ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

চকরিয়া জুয়েলার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী, আলোচনা সভা ও শোভাযাত্রা উৎসব

নিজস্ব প্রতিবেদক,  চকরিয়া
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ১৭ জুলাই সকালে অনুষ্ঠানের শুরুতে সংগঠনের কার্যালয়ে চকরিয়া উপজেলা শাখার সহসভাপতি গোপাল ধরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নারায়ণ কান্তি দাশ এর পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব রেজাউল হক সওদাগর, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন চকরিয়া উপজেলা শাখার সাবেক আহবায়ক নন্দ রাম ধর, জুয়েলার্স এসোসিয়েশন চকরিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু রতন বরণ দাশ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চকরিয়া উপজেলা শাখার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তপন কান্তি দাশ, জুয়েলার্স এসোসিয়েশন চকরিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি বাবু সমীরণ ধর, সাবেক সাধারণ সম্পাদক ও চকরিয়া পৌরসভা কৃষক লীগের সভাপতি বাবু সুলাল সুশীল, চকরিয়া শাখার উপদেষ্টা যথাক্রমে বাবু বিকাশ ধর, নিতাই ধর, রাখাল ধর ও সদস্য কেশব ধর।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুয়েলার্স এসোসিয়েশন চকরিয়া শাখার সাবেক যুগ্ম আহবায়ক নেপাল দে, বিধান ধর,তপন দত্ত, শিবু ধর, চকরিয়া শাখার সহ সাধারণ সম্পাদক রতন ধর, সহ অর্থ সম্পাদক অলক ধর,সাংগঠনিক সম্পাদক ধীমান বণিক, সহ সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ধর প্রচার সম্পাদক শিবু ধর, কার্যকরী সদস্য টিকলো দে, চকরিয়া ওয়েস্টার্ন প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি ও উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আজিজুল হক, উপস্থিত ছিলেন সম্মানিত সদস্য মনোরঞ্জন ধর,চিন্তাহরণ ধর,প্রদীপ দাশ প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন চকরিয়া উপজেলার বদরখালী, ডুলাহাজারা, খুটাখালী,মালুমঘাট,হারবাং,বরইতলী র বিভিন্ন জুয়েলার্স ব্যবসায়ীরা অংশ গ্রহণ করেন।আলোচনা সভা ও কেক কাটা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রাটি চকরিয়া পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করেন।

পাঠকের মতামত: