নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
চকরিয়া জমজম হাসপাতালের বার্ষিক সাধারণ সভা গতকাল ৩ ফেব্রুয়ারী-১৮ইং শনিবার সকাল সাড়ে দশটায় হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে পরিচালক আ.ন.ম শহিদুল ইসলামের কোরান তেলাওয়াতের পর উদ্বোধনী বক্তব্য রাখেন হাসপাতালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর এনামুল হক মঞ্জু। তিনি জমজম হাসপাতালকে আগামী দিনের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সকল শেয়ার হোল্ডারকে এগিয়ে আসার আহবান জানান। খুব শিঘ্রই জমজম হাসপাতালের সকল বিভাগে নিজস্ব বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ দেওয়া হবে এবং আধুনিক পরীক্ষা নিরীক্ষার উন্নত যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে এই হাসপাতালের চিকিৎসা সেবা সম্প্রসারিত করা হবে। সার্জারী বিশেষজ্ঞ অধ্যাপক ডা: এয়াকুব হোসেন বলেন এই হাসপাতালকে দক্ষিণাঞ্চলের সেরা হাসপাতালে পরিনত করা হবে
ব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম কবির বিগত সভার কার্যবিবরনী পাঠ করেন। জমজম হাসপাতালকে পাবলিক লিমিটেড কোম্পানী করার জন্য ২৫ জন আন রেজিস্ট্রার্ড শেয়ার হোল্ডারকে অন্তর্ভুক্ত করে আর্টিক্যাল মেমোরেন্ডাম সংশোধন কমিটির আহবায়ক জনাব মাষ্টার এখলাছুল কবির প্রস্তাবিত আর্টিক্যাল মেমোরেন্ডাম সভায় উপস্থাপন করিলে আলোচনা পর্যলোচনা করে সংশোধনী সহ প্রস্তাবিত আটিক্যাল মেমোরেন্ডাম পাস করা হয়। সভা শেষে ২০১৮-২০২০ সালের জন্য বোর্ড অব ডাইরেক্টর্স এর নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মহিবুল্লাহ ছিদ্দিকী শেয়ার হোল্ডাদের প্রত্যেক্ষ ভোটে ১১ জন নির্বাচিত পরিচালকের নাম ঘোষণা করেন। নির্বাচিত পরিচালকগন হলেন যথাক্রমে ১। প্রফেসর এনামুল হক মঞ্জু, ২। মো: গোলাম কবির, ৩। প্রফেসর ডা: এয়াকুব হোসেন, ৪। প্রফেসর ডা: শফিউল হাসান, ৫। ডা: মো: কামাল হোছাইন, ৬। মো: সিরাজুল ইসলাম, ৭। আলহাজ্ব নাছির উদ্দিন, ৮। আবুল আহমদ বি.এস.সি, ৯। জালাল আহমদ বি.এ, ১০। হারুনুর রশিদ, ১১। আ.ন.ম শহিদুল ইসলাম।
নবনির্বাচিত পরিচালকদের ১ম বোর্ড সভা প্রফেসর ডা: এয়াকুব হোসেনের সভাপতিত্বে হাসপাতালের অফিস কক্ষে সন্ধ্যা ৭.০০টায় অনুষ্ঠিত হয়। এতে সর্ব সম্মতিক্রমে হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর এনামুল হক মঞ্জুকে চেয়ারম্যান এবং মো: গোলাম কবিরকে পুনরায় ব্যবস্থপনা পরিচালক নির্বাচিত করা হয়। উল্লেখ্য যে, ০২/০২/১৮ইং চট্টগ্রামের হোটেল লর্ডস ইন এ জমজম হাসপাতালের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে মর্মে একটি মিথ্যা সংবাদ কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়। ডা: এস.এম শওকত ওসমান নিজেকে জমজম হাসপাতালের এম.ডি দাবি করিলে মহামান্য হাইকোর্টের ১৬৯/১৬ নং মামলায় ০২/০৩/১৭ইং এবং ২৯/০৫/১৭ইং সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত ঝঃধু ঙৎফবৎ দেন যা এখনো বহাল আছে। তিনি আদালত অবমাননা করে এমডি হিসাবে পত্রিকায় সভা আহবান এবং পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ায় তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা বিচারধীন থাকা অবস্থায় তিনি পুনরায় মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ লংঘন করে ০২/০২/১৮ইং নিজেকে এমডি হিসাবে দাবী করে বে-আইনী ও অবৈধ সভা করেছেন। ডা: এস.এম শওকত ওসমানকে জমজম হাসপাতালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা এমডি ইত্যাদি কোন পদে পরিচালক মন্ডলী অথবা জমজম হাসপাতাল কর্তৃপক্ষ নির্বাচিত করেন নাই। চট্টগ্রামের হোটেল লর্ডস ইন এর কথিত সাধারণ সভা শেয়ার হোল্ডারের মধ্যহ্ন ভোজের ফটোসেশন মাত্র।
পাঠকের মতামত: