গ্রেপ্তার ভুয়া চিকিৎসক মুন্সিগঞ্জ জেলার টরকী ইসলামপুর এলাকার মোহাম্মদ দিদারুল আলমের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাহাত উজ্জামান। তিনি চকরিয়া নিউজকে বলেন, অভিজ্ঞ চিকিৎসক সেজে অপচিকিৎসা দিচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া জমজম হাসপাতালে অভিযান চালানো হয়। সেখান থেকে হুমায়ুন কবিরকে আটক করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, ডিগ্রি না থাকলেও সার্জন হিসেবে (লিভার, পরিপাকতন্ত্র, ডায়াবেটিস ও মেডিসিন) বিশেষজ্ঞ পরিচয় দিয়ে রোগী দেখা ও প্রতারণামূলক বিজ্ঞাপন ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৪ ধারায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার জরিমানা করা হয়েছে।অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের জন্য বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।
অভিযানের সময় ওই চিকিৎসার কোন ধরণের বৈধ সনদ দেখাতে পারেননি। এমনকি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষারও সনদ দেখাতে ব্যর্থ হন। এসময় তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও তিনমাসের জেল দেন। অনাদায়ে আরও ১৫ দিনের জেল দেন ওই চিকিৎসককে। চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আটককৃত ডাক্তারের বিরুদ্ধে ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারা অনুযায়ী একটি মামলা করেন যার মামলা নং- ৫৩/২০২২।
দীর্ঘ পাঁচবছর ধরে নানা রোগের চিকিৎসা দিতেন ওই চিকিৎসক। বিশেষ করে লিভার, পরিপাকতন্ত্র, ডায়াবেটিসের মতো রোগের। নিজেকে মেডিসিন বিশেষজ্ঞ বলেও দাবী করতেন তিনি। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার ইসলামপুর টরকীচর এলাকার মোহাম্মদ দিদারুল আলমের পুত্র বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাহাত উজ্জামান। তিনি চকরিয়া নিউজকে বলেন, অভিযুক্ত হুমায়ুন কবির মুলত একজন ভুয়া চিকিৎসক। তার সকল ডিগ্রি ভুয়া। তিনি বিষয়টি গোপন করে একই নামের অপর অন্য চিকিৎসকের কাগজপত্র জালিয়াতি করে দীর্ঘ পাঁচবছর ধরে চকরিয়া জমজম হাসপাতালে কর্মরত থেকে চিকিৎসা নামে প্রতারণা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে জমজম হাসপাতালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তিনি (ভুয়া চিকিৎসক হুমায়ুন কবির) ভ্রাম্যমান আদালতের কাছে বিষয়টি স্বীকার করলে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও ১৫ দিন কারাভোগ করতে হবে। জমজম হাসপাতালের পরিচালক গোলাম কবির থেকে ভুয়া চিকিৎষক আটকের বিষয়ে জানতে মোবাইলে কল দিলে তিনি রিসিভ না করার তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, আটককৃত ওই ভুয়া চিকিৎসককে ভ্রাম্যমান আদালতের আদেশে জেলহাজতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, চকরিয়া উপজেলার জামায়াত-শিবিরের সাবেক নেতারা প্রতিষ্ঠা করেন জমজম হাসপাতালটি। হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে সেবার নামে গলাকাটা বাণিজ্য করে আসছিল। রোগীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করার অভিযোগও আছে। এতোদিন ভূয়া চিকিৎসক দিয়ে পরিচালনা করে আসছে জামাত-শিবির নিয়ন্ত্রিণ এ প্রতিষ্ঠানটি। শেষ পর্যন্ত গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত।
ওই ভুয়া চিকিৎসক মো: হুমায়ুন কবির দীর্ঘদিন থেকে অসুস্থ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। তার ভিজিটিং কার্ডে লেখা উচ্চ ডিগ্রি ব্যবহার করছেন, অভিযান চলাকালে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি বলেও জানান তিনি। চকরিয়ায় জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
- দুর্নীতির আখড়ায় কক্সবাজার সিটি কলেজ
- চকরিয়ায় ব্যবসায়ীকে ঢেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- বদরখালী সমিতির ১১টি মৎস্য প্রকল্পের নিলাম নিয়ে বিরোধ
- রামুতে আপন ভাতিজিকে অপহরণ করে মুক্তিপণ দাবি
- রামুতে ল্যাপটপ পেলেন ৮০ নারী ফ্রিল্যান্সার
- চকরিয়ায় আওয়ামিললীগ ক্যাডার নজরুল সিণ্ডিকেটের দখলে ৩০ একর বনভুমি:
- চকরিয়ায় শিক্ষা ক্যাডার মনিরুল আলমকে ঘুষের বদলেগণপিটুনি
- চকরিয়ার বিষফোঁড়া সিএনজি-টমটম স্টেশন
- কুতুবদিয়ায় গর্তে ১০ লক্ষ মণ পুরাতন লবন,লোকসানের শংকা চাষীরা
- চকরিয়া আসছেন চরমোনাই পীর মুফতি রেজাউল করিম
- চকরিয়ায় দুই বেকারি-সহ ম্যানেজারদেরকে এক লাখ টাকা জরিমানা
- চকরিয়া সদরের বক্স রোড সম্প্রসারণ কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
- বহিরাগতদের নিয়ে কলেজে গেলেন পদত্যাগ করা বিতর্কিত অধ্যক্ষ মুজিবুল আলম
- চকরয়ার ঠিকাদার মিজান গ্রেফতার, কোটি টাকার ঋণের জেল-জরিমানার দায়ে
- কক্সবাজার আবাসিক হোটেলে ৭০ ইউপি সদস্যের ‘গোপন বৈঠক’, আটক ১৯
- চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি ডাম্পার ও স্কেভেটর জব্দ
- চকরিয়ার রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় : কোটি টাকা লোপাটের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- চকরিয়ার সাবেক এমপি জাফর আলম, সালাহউদ্দিনসহ আওয়ামী লীগের ৭৩৬ জন আসামী
- উত্তপ্ত রামু সরকারি কলেজ: অধ্যক্ষ মুজিবের অপসারনের দাবিতে কার্যালয় ও প্রশাসনিক ভবনে তালা
- কুতুবদিয়ায় গর্তে ১০ লক্ষ মণ পুরাতন লবন,লোকসানের শংকা চাষীরা
- রামুতে ট্রেনে কাটা পড়ে মোটর সাইকেল আরোহী দুই যুবকের মর্মান্তিক মৃত্যু
- মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাঠকের মতামত: