চকরিয়া অফিস :
তিনদিন ব্যাপী শুরু হওয়া চকরিয়া কোরক বিদ্যাপীঠে’র বার্ষিক, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ১৫ মার্চ সকাল ১০টায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলম’র সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুদ্দীন মো.শিবলী নোমান।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুল কাদের’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: বখতিয়ার উদ্দিন চৌধুরী, সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব নুরুল কবির।
বিদ্যালয়েরে প্রধান শিক্ষক নুরুল আখেরে’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব নুরুল আবছার, নুর হোছাইন, হাজী নুর আহম্মদ সওদাগর, ম্যানেজিং কমিটির বর্তমান প্রতিষ্ঠাতা সদস্য কমরেড নুরুল আবচার, দাতা সদস্য ও পৌর কাউন্সিলর মছুদুল হক মধু, অভিভাবক সদস্য মকছুদুল হক ছুট্টু, সদস্য শফিকুল কাদের, সদস্য মো. সাইফুল কাদের, সদস্য শওকত হোসেন, সদস্য ইসমত আরা বুলু, শিক্ষানুরাগী সদস্য মোজাম্মেল হক, শিক্ষক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, অলসন বড়ুয়া ও রূপালী রাণী দে।
বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। খেলাধুলাসহ যেকোনো শিক্ষা বিষয়ক কর্মকান্ডে শেখ হাসিনার সরকার সর্বোচ্ছ অগ্রাধিকার দিয়ে থাকে। চকরিয়া কোরক বিদ্যাপীঠ সারা দেশে পরিচিত একটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠান। এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে এবং প্রশাসনিক ক্ষেত্রে যথেষ্ঠ ভূমিকা রাখবে। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পাঠকের মতামত: