ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

চকরিয়া কাজিরপাড়া স. প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডস্থ কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১০আগস্ট সকালে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণউদ্বোধন করেন চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর এম নুরুস শফি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি সাংবাদিক এম জিয়াবুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম রুকুনউদ্দিন, কাজিরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা জাকের হোসেন হেলালী, কাজিরপাড়া সরকারি বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহরিয়ার আওরঙ্গজেব তারেক, সহকারি শিক্ষক সুচিত্রা চৌধুরী, সহকারি শিক্ষক মিশোরী জন্নাত মিশু, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম চকরিয়া উপজেলার উপদেষ্ঠা ও পিসফুল ইউনাইটেড ক্লাব চকরিয়ার সভাপতি মো.জাহেদুল ইসলাম,তরুণ সমাজ সেবক মামুন, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গনে বেশকিছু ফলজ ও ওষুধী গাছের চারা রোপণ করেন। পরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়। ##

পাঠকের মতামত: