নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
কক্সবাজারের বৃহত্তর চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি পরিচ্ছন্ন রাজনীতিবিদ মরহুম নুরুল কাদের বিকম এর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে চকরিয়া পৌরসভার মেয়রের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার ১ আগস্ট চকরিয়া পৌরসভা মিলনায়তনে খতমে কোরআন, দোয়া মাহফিল ও স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরীর সভাপতিত্বে স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক আহবায়ক অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মুহাম্মদ মহসিন বাবুল, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, সাবেক ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক শফিউল আলম বাহার, সাবেক ক্রীড়া সম্পাদক এসএম আলমগীর হোছাইন, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আমান উদ্দিন আমান।
চকরিয়া পৌরসভা কর্মকর্তা কর্মচারী সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজিফুল মোস্তফা রাজিফ এর সঞ্চালনায় স্বরণ সভায় মরহুম নুরুল কাদের বিকম এর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলে মোনাজাত করেন চকরিয়া চিরিঙ্গা বাস-স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা কফিল উদ্দিন এমএ।
স্বরণ সভায় চকরিয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মাস উদ মোর্শেদ, পৌরসভার প্যানেল মেয়র ফোরকানুল ইসলাম তিতু, প্যানেল মেয়র মুজিবুল হক মুজিব, নারী কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, কাউন্সিলর ফারহানা ইয়াছমিন ফোরকান, পৌর কাউন্সিলর এম নুরুস শফি, কাউন্সিলর সাইফুল ইসলাম, কাউন্সিলর ইফতেখারুল ইসলাম হানিফ, কাউন্সিলর নুরুল আমিন, কাউন্সিলর বেলাল উদ্দিন। এ ছাড়াও খতমে কোরান, দোয়া মাহফিল ও স্বরণ সভায় চকরিয়া পৌরসভার সকল বিভাগের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং পৌর এলাকার শ্রেণীপেশার নাগরিকরা উপস্থিত ছিলেন।
স্বরণ সভার আগে চকরিয়া পৌরসভার সম্মেলনকক্ষে পৌর এলাকার বিভিন্ন মসজিদের খতিব ও মাদরাসার শিক্ষকদের অংশ গ্রহণে খতমে কোরান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পাঠকের মতামত: