ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

চকরিয়া আবাসিক মহিলা কলেজের নতুন অধ্যক্ষ জুবাইদুল হক

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়া উপজেলার নারী শিক্ষার্থীদের একমাত্র উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া আবাসিক মহিলা কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন অধ্যাপক জুবাইদুল হক। বৃহস্পতিবার ৪ জুলাই কলেজ গর্ভনিং বড়ির নিয়মিত মিটিংয়ে উপস্থিত সকলের সম্মতিক্রমে মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জুবাইদুল হককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে চকরিয়া মহিলা কলেজ গর্ভনিং বড়ির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য চকরিয়া পৌরসভার প্রথম চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল হাকিম দুলাল, কলেজের দাতা সদস্য শেফায়েতুর রহমান আরাফাত, গর্ভনিং বড়ির অভিভাবক সদস্য নুরুল ইসলাম বাবুল, আবুল হাশেম, ইলিয়াস খান,
শিক্ষক প্রতিনিধি বুলবুল জান্নাত, মোহাম্মদ নাছির উদ্দিন, জুবাইদুল হক ও কলেজের অধ্যক্ষ (অ: দা:) ও গর্ভনিং বড়ির সদস্যসচিব মনজু দেব উপস্থিত ছিলেন।

জানা গেছে, গর্ভনিং বড়ির নিয়মিত মিটিংয়ে বিভিন্ন আলোচ্য বিষয়ে বিশদ আলোচনা পুর্বক কলেজের লেখাপড়ার মানোন্নয়নে নানাবিধ পদক্ষেপ নিতে সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করার জন্য গর্ভনিং বড়ির সভাপতি ইউএনও ফখরুল ইসলাম আহবান জানান। বৈঠকে কলেজের বর্তমান অধ্যক্ষ মনজু দেব এর দায়িত্বের মেয়াদোত্তীর্ণ হওয়ায় একজন নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের বিষয়ে আলোচনা হয় বৈঠকে। এরই আলোকে বৃহস্পতিবার ৪ জুলাই কলেজ গর্ভনিং কমিটির বৈঠকে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে চকরিয়া আবাসিক মহিলা কলেজের সিনিয়র শিক্ষক ও হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জুবাইদুল হককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিযুক্ত করা হয়।

এদিকে অধ্যাপক জুবাইদুল হক চকরিয়া আবাসিক মহিলা কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিযুক্ত হওয়ায় তাঁকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন চকরিয়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী,, চকরিয়া প্রেসক্লাব, উপজেলার কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ, কলেজ গর্ভনিং বডির সকল সদস্য, কলেজের শিক্ষক শিক্ষার্থী এবং সুধীজন।

পাঠকের মতামত: