চকরিয়া অফিস:
চকরিয়া উপজেলা আদালত এলাকায় প্রতিনিয়ত দালালদের উৎপাত বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, দালালরা নিজেদের এডভোকেট সহকারী (মুন্সি) পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে আসা বাদি-বিবাদী, আসামীর আত্মীয়-স্বজনদের জামিনের নামে বিভিন্ন ভাবে অভিনব কায়দায় হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। তাদের প্রতারণা থেকে রেহাই পাচ্ছে না প্রত্যন্ত অঞ্চল হতে আসা বিভিন্ন মামলা মোকদ্দমার বাদী-বিবাদী কিংবা আসামীর আত্মীয় স্বজনরা।
চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোণা এলাকার খোরশেদ আলম হত্যা মামলার বাদী খুরশিদা বেগম অভিযোগ করে বলেন, চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের এডভোকেট সহকারী (মুন্সি) হেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে খোরশেদ আলম হত্যাকান্ডের মামলা পরিচালনা করার নামে তার সাথে প্রতারণা করে আসছে। যার মামলা নং জিআর ৪৮৯/১৪। হেলাল মুন্সি মামলাটি পরিচালনার নামে তার বাড়িতে গিয়ে তার কাছ থেকে একবার ৫হাজার টাকা আরেকবার ১০হাজার টাকা সহ মোট তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছে। বিকাশে করে দফা দফায় টাকা নিলেও কোনদিন ওই মামলাটি সে পরিচালনা করেনি। পরবর্তী সময়ে হেলাল মুন্সি প্রতারণা করে উল্টো খোরশেদ আলম হত্যাকান্ডের আসামীদের সাথে যোগাযোগ করে তাদের জামিনে সহায়তা করে। পরে আসামীরা জামিনে এসে বাদীর পরিবারকে হত্যার হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। হেলাল মুন্সি হুমকি ধমকি দিয়ে বলেন প্রতারণার কথা কাউকে বললে মামলা তো যাবেই, আরো বিভিন্ন মামলা মোকদ্দমায় জড়িয়ে হয়রানি করা হবে। তার এসব প্রতারণা ও অপকর্মের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়ার জন্য খোরশেদ আলম হত্যা মামলার বাদী খোরশিদা বেগম বাদি হয়ে কক্সবাজার জেলা আইনজীবি সমিতির বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। ##
পাঠকের মতামত: