ঢাকা,শনিবার, ১৫ মার্চ ২০২৫

চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশের গাড়ী খাদে, ১পুলিশ সদস্য নিহত, আহত-৪

জিয়াউল হক জিয়া, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় মালুমঘাট হাইওয়ে পুলিশের ডিউটিরত জীপ গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পুলিশ সদস্য (কনস্টেবল) নাজমুল হাসান (৫০) ঘটনাস্হলে মৃত্যু বরণ করেন।এসময় এসআই জিয়া উদ্দিন সহ ৪ পুলিশ গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) ভোর রাত আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নস্হ রিংভং ছগিরশাহ কাটা মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত-পুলিশ সদস্য নাজমুল হাসান (৫০) বাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার গুরকনঘাট এলাকার মাস্টার শহিদুল ইসলামের ছেলে।
আহত পুলিশেরা হলেন- এসআই মো. জিয়াউদ্দিন (৩৫), কনস্টেবল নুরুল আলম (৩৮), কনস্টেবল অলি আহমদ, কনস্টেবল সাইফুল ইসলাম (২৯)।
মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ইনচার্জ) মো. মেহেদি হাসান জানান, বৃহস্পতিবার রাতে সড়কে ডিউটি করতে যান পুলিশ সদস্যরা।ডিউটিরত অবস্থায় হাসেরদিঘী এলাকা থেকে ফিরে থানার দিকে ডিউটি করা জীপ গাড়ীটি ব্যারেকফিল্ড হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের রিংভং মাজার গেট এলাকায় খাদে পড়ে উল্টে যায়।এসময় গাড়ীটির নিচে চাপা পড়ে কনেষ্টবল নাজমুল হাসান ঘটনাস্থলেই মারা যায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি দিয়ে চিকিৎসা করানো হচ্ছে।আইনি প্রক্রিয়া শেষে নাজমুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: