প্রকাশ:
২০২৫-০১-১৩ ২৩:৩২:৪০
আপডেট:২০২৫-০১-১৩ ২৩:৩৩:১০
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের বিএনপি নেতা মাস্টার সিরাজ উদ্দিন আহমদকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় অবশেষে রোববার ১২ জানুয়ারী চকরিয়া থানায় মামলা রুজু হয়েছে। হামলার ঘটনার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে টানা ২২ দিন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আহত সিরাজ উদ্দিন আহমদ বাদি হয়ে মামলাটি রুজু করেছেন।
মামলায় ফাসিয়াখালী ইউনিয়নের আলী আকবরের ছেলে মৌলভী এহেসানকে প্রধান আসামি করে আরও ৯ জনের নামোল্লেখ পুর্বক ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার বাদি মাস্টার সিরাজ উদ্দিন আহমদ ফাসিয়াখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক।
মামলার এজাহারে বাদি মাস্টার সিরাজ উদ্দিন আহমদ বলেন, গত ১২ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে রাজারবিল নয়াপাড়া স্টেশন এলাকায় নিকট আত্মীয়ের সঙ্গে একজনের মধ্যে সৃষ্ট বিরোধ মিমাংসা করে বাড়ি ফিরছিলাম।
ওইসময় পূর্ব থেকে রাস্তার উপর উৎপেতে থাকা ফাসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া এলাকার বহুল আলোচিত ভুমিদস্যু আলী আকবরের ছেলে চিহ্নিত দখলবাজ ও বহু অপকর্মের হোতা মৌলভী এহেসানের নেতৃত্বে তাঁর সহযোগী আবদুল্লাহ, নয়াপাড়ার মিরাজ, জুবায়ের, ভেন্ডিবাজার এলাকার গিয়াস উদ্দিন, জসিম উদ্দিনসহ ২০/২৫ জনের একদণ সন্ত্রাসী জড়ো হয়ে আমার উপর হামলা করে। এসময় তাঁরা আমাকে ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে।
মাস্টার সিরাজ উদ্দিন আহমদ বলেন, হামলার ঘটনার পর পরিবার সদস্য ও দলীয় নেতাকর্মীরা আমাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে কর্তব্যরত চিকিৎসক আমাকে ঘটনার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
তিনি বলেন, টানা ২২ দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে ১২ জানুয়ারি চকরিয়া থানায় হামলাকারী সন্ত্রাসী মৌলভী এহেসান, মিরাজ, গিয়াস উদ্দিন, জসিম উদ্দিন, আবদুল্লাহ, জুবাইর আহমদ, সরওয়ার আলম, মোঃ ইউনুছ ও শাহাব উদ্দিনসহ ১০ জনের নামোল্লেখ করে আরও ১০/১২ জন অজ্ঞাতনামা সন্ত্রাসীকে আসামি করে একটি এজাহার জমা দিই। চকরিয়া থানার ওসি হামলার ঘটনার সত্যতা পেয়ে ওইদিন হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলাটি রুজু করেন। যাহার মামলা নং ৩৩/৩৩)।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর হঠাৎ ভোল্ড পাল্টিয়ে মৌলভী এহেসানের নেতৃত্বে একটি চক্র ফাসিয়াখালীতে নানাভাবে চাঁদাবাজি, দখলবাজী, বালু উত্তোলনসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে চকরিয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফাসিয়াখালী ইউনিয়নে অপকর্মে জড়িত এসব দখলবাজদের চিহ্নিত করে এবং দলের সম্মান রক্ষাথে ইউনিয়ন বিএনপির কমিটি ভেঙ্গে দেয়।
বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করে জানান,
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মৌলভী এহেসানের সহযোগীরা ফাসিয়াখালীর সাবেক চেয়ারম্যান গিযাস উদ্দিন ও বর্তমান চেয়ারম্যান হেলাল উদ্দিনের পাশে থেকে গোপনে দলের ব্যাপক ভাবমূর্তি ক্ষুণ্ন ও ক্ষতি করে যাচ্ছিলেন। গত ৫ আগষ্ট পরবর্তী বিষয়টি দলের সবার সামনে উম্মেচিত হয়।
এলাকাবাসী জানিয়েছেন, মৌলভী এহেসানের পরিবার এলাকায় নানাভাবে বিতর্কিত। তাঁর ভাই ফুযাদ বাংলাদেশ নামক একটি সংস্থা খুলে চকরিয়া উপজেলার শত শত মানুষের জামানত হিসেবে রাখা অন্তত ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশ পালিয়ে গেছে। তাঁর বাবা আলী আকবর এলাকার নিরীহ পরিবারের বেসুমার জায়গা দখল করেছে বলে অভিযোগ রয়েছে। কয়েকবছর আগে আলীকদম উপজেলার আমতলী এলাকায় জায়গা দখলে বাঁধা দেওয়ায় দুইজনকে হত্যা করে এহসানের বাবা আলী আকবর। তাকে আলীকদম থানা পুলিশ গ্রেফতার ওইসময়। এধরণের অসংখ্য বিতর্কিত অপকর্মের অভিযোগ রয়েছে মৌলভী এহেসান ও তাঁর পরিবার সদস্যদের বিরুদ্ধে।
মামলা নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনজুর কাদের ভূইয়া। তিনি বলেন, ফাসিয়াখালীতে মাস্টার সিরাজ উদ্দিন আহমদের উপর হামলা চালিয়ে হত্যা চেষ্টার ঘটনায় এজাহার প্রাপ্তি সাপেক্ষে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ এজাহারনামীয় আসামিদের ধরতে অভিযান শুরু করেছেন।
- চকরিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ
- ইসলামের বৃহৎ স্বার্থে চকরিয়া জামায়াতে ইসলামীর সাথে একটেবিলে বসতে চায়
- চকরিয়ায় চিংড়িঘের দখল নিয়ে দু-গ্রুপে সংঘর্ষে গুলিবিদ্ধ ১, অস্ত্রসহ ৪ সন্ত্রাসী আটক
- চকরিয়ায় পৌরশহরের তিনটি আবাসিক হোটেল ও চারটি রেস্টুরেন্টে অভিযান
- কিশলয় শিক্ষা নিকেতন স্কুলে বিলুপ্ত কমিটির স্বাক্ষর নিয়ে বিল ভাউচার করার অভিযোগ
- শীতের কম্বল দিতে বেড়িয়ে পড়েন চকরিয়ার মানবিক ইউএনও আতিকুর রহমান
- চকরিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইউপি মেম্বারসহ আহত ৪
- কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতার চৌধুরী
- পেকুয়ায় রব্বত আলী পাড়া সড়কে গাড়ি চলে না ২০ বছর!
- চকরিয়ায় বাস চাপায় বৃদ্ধ নিহত
- চকরিয়ায় সংঘবদ্ধ ধর্ষণরর মামলার অন্যতম আসামি ফারুককে গ্রেফতার করেছে র্যাব
- চকরিয়ায় সংঘবদ্ধ কিশোরী ধর্ষণকাণ্ডে ৭ জন গ্রেফতার, ৩ জন জেলহাজতে
- জমজম হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ডাক্তারের বক্তব্য
- খুটাখালীতে শতাধিক পরিবারে শীতবস্ত্র বিতরণ
- সঙ্গী হাতির আক্রমণে কৃষক নিহত চকরিয়ায়
- পেকুয়ায় রব্বত আলী পাড়া সড়কে গাড়ি চলে না ২০ বছর!
- নাইক্ষ্যংছড়িতে হতদরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
- কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতার চৌধুরী
- চকরিয়ায় রেল স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত করেছে দুবৃর্ত্তরা
- চকরিয়ায় মৎস্য অধিদপ্তরের উদোগে নৌযান মালিক ও সারেং দের নিয়ে কর্মশালা
- চকরিয়ায় সংঘবদ্ধ ধর্ষণরর মামলার অন্যতম আসামি ফারুককে গ্রেফতার করেছে র্যাব
- কক্সবাজার প্রেসক্লাবকে বৈষম্য মুক্ত করতেই হবে
পাঠকের মতামত: