ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় ডাকাতি,মলম পার্টি,গরু চোর ও নাশকতা মামলার ৭ আসামী গ্রেপ্তার

জিয়াউল হক জিয়াঃ, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে মহাসড়কে ডাকাতি,মলম পার্টি,গরু চোর ও নাশকতা মামলার ৭ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্হানে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন-মোঃ জালাল আকবর (২৬) উপজেলার খুটাখালী ইউপির ৬নং ওয়ার্ডের জয়নগর পাড়ার বাসিন্দা মাহবুল আলমের ছেলে,মোঃ হামিদ হোসেন (২১) একই ইউপির ৪নং ওয়ার্ডের পূর্ব গর্জনতলীর মৃত কালু মিয়ার ছেলে,আব্দুল্লাহ আল মোঃ রাকিব(২২) সাহারবিল ইউপির ৫নং ওয়ার্ডের উত্তর পাড়ার রুবেল বাবুর্চির ছেলে,সামশুল আলম (৪০) পিতা মৃত আবু শামা,জনুয়ারা বেগম (৩২) স্বামী সামশুল আলম,সাহারবিল ইউপির ৯নং ওযার্ডের পাইলা পাড়ার বাসিন্দা,মোঃ ফিরোজ (৪৩) টেকনাফ উপজেলার বাহার ছড়া ইউপির ৭নং ওয়ার্ডের মৌলভী পাড়া সামশুল আলমের ছেলে ও নুরুল আলম (৩০) চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কোয়াজনগর এলাকার আবুল হোসেনের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূইঁয়া জানান-মাইক্রোবাস নিয়ে মহাসড়কে ডাকাতির ঘটনায়-২জন,মলম পার্টির-৩ জন,গরু চুরির ঘটনায় গরু সহ-১ জন ও নাশকতা মামলায় জড়িত-১ জন সহ মোট-৭ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।একই বিকেলে আসামীদের কে আদালতে সোপর্দ্দের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত: