অনলাইন ডেস্ক ::
বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেসের (এপি) অনুস্থানে রাখাইনে নতুন ৫টি গণকবর পাওয়ার তথ্য অস্বীকার করেছে মিয়ানমার সরকার।
শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দাবি করা হয়, রাখাইনে গু দার পিন নামক গ্রামে নিরাপত্তা বাহিনী শুধু সন্ত্রাসীদেরকে হত্যা করেছে এবং তাদের মরদেহ ‘সতর্কতা’র সাথে দাফন করা হয়েছে। গত বছরের ২৭ আগস্ট এভাবে নিহত ‘সন্ত্রাসী’দের সংখ্যা ১৯ বলে জানানো হয়। সেই গ্রামে রোহিঙ্গাদের কোনো গণকবরের সন্ধান পাওয়া যায়নি বলেও দাবি করেছে সু চি সরকার।
এক বিবৃতিতে বলা হয়, এপি’র রিপোর্টের পর ১৭ জন সরকারি কর্মকর্তা গু দার পিন গ্রাম পরিদর্শন করেন। তারা জানিয়েছেন, গ্রামবাসী সেখানে কোনো ধরণের হত্যাকাণ্ড বা গণকবরের খবর জানে না।
বিবৃতিতে উল্টো অভিযোগ করা হয়, সন্ত্রাসবিরোধী অভিযানের সময় রোহিঙ্গারা সেনাদের ওপর হামলা চালায়। রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের কোন প্রমাণ দিতে পারলে অবশ্যই সুষ্ঠু তদন্ত করা হবে বলেও আশ্বাস দেয় কর্তৃপক্ষ।
গত সপ্তাহে বার্তাসংস্থা এপি রাখাইনে পাঁচটি নতুন গণকবরের খবর দিলে নিন্দার ঝড় ওঠে বিশ্বজুড়ে। ওই গণকবরগুলোতে ৪ শতাধিক মানুষের লাশ রয়েছে বলে ধারণা অসুন্ধানকারীদের।
পাঠকের মতামত: