ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

খুটাখালীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম বাদশার ইন্তেকাল

সেলিম উদ্দীন, ঈদগাঁও :::
চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুন বাগিচার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা (যুদ্ধাহত) মোঃ আবদুর রহিম প্রকাশ বাদশা ইন্তেকাল করেছেন ইন্নালি…. রাজেউন। বুধবার ভোর রাতে ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি বর্ণিত ইউনিয়নের সেগুন বাগিচা গ্রামের মরহুম হাজী আবদুচ ছোবহানের পুত্র। তাঁর স্ত্রী, ৮ কন্যা, ১ পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রয়েছে।
বুধবার বাদে আছর রাজধানী মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে জানাযার নামাজ আদায় করে দাফন করা হবে বলে মরহুমের পরিবার সুত্রে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকা টিকাটুলীতে স্বপরিবারে বসবাস করে আসছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মুক্তিযোদ্ধা (অবঃ শিক্ষক) নুরুল আবছার আজম ও থানচি উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির।

পাঠকের মতামত: