ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

খুটাখালীতে তৌহিদ নামে ৭ বছরের এক শিশু পাওয়া গেছে

সেলিম উদ্দীন, ঈদগাঁহ :: চকরিয়া উপজেলার খুটাখালী বাজারে সোমবার(২৬ আগষ্ট) তৌহিদ নামের এক ৭ বছরের শিশু পাওয়া গিয়েছে। শিশুটি তার নাম তৌহিদ, বাবার নাম মৃত শামসু, মায়ের নাম মনজুরা (পেশায় গার্মেন্টসকর্মী) এবং বাড়ী চট্রগ্রাম পুরাতন চান্দগাঁও বলে জানায়।

খুটাখালী বাজারের ব্যবসায়ী ফরিদুল হক জানায়, শিশুটি তার নাম তৌহিদ ও বাড়ী চট্রগ্রামের পুরাতন চান্দগাঁও এবং তারা ভাই বোন ৫ জন বলে জানায়। তাকে তার প্রকৃত অভিভাবকের কাছে ফিরিয়ে দিতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন তিনি।

বর্তমানে শিশুটি তার হেফাজতে রয়েছে। তিনি বলেন, তৌহিদকে তার মা-বাবার কাছে ফিরিয়ে দিতে সোসাল মিডিয়ায় শেয়ারের মাধ্যমে সহয়তা করার জন্য অনুরোধও করেন। ফরিদুল হকের মোবাইল নং ০১৮১৪ ১৪৪০০০।

উল্লেখ্য, শিশু তৌহিদের গায়ের রং শ্যামলা, পরনে হাফ প্যান্ট, ডানাহাতা গেন্জি রয়েছে। সে চট্রগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে।

পাঠকের মতামত: