ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

খুটাখালীতে গভীর রাতে দোকান ভাংচুর করে মালামাল লুট

xxsসেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার ১৮ মার্চ ::

চকরিয়া উপজেলার খুটাখালীতে গভীর রাতে সশস্ত্র হামলা চালিয়ে দোকানঘর ভাংচুর করে নগদ টাকাসহ মালামাল লুট করা হয়েছে। বৃস্পতিবার রাত সাড়ে ১২ টার সময় বাজারস্থ জয়নাল মেম্বারের ‘স’ মিলের পাশের দোকানে ঘটে এ ঘটনা। এ ঘটনায় দোকান মালিক গুরুত্বর আহত হয়েছেন। তাকে প্রাথমিক ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। রাতে টহলরত মালুমঘাট হাইওয়ে পুলিশ পরিস্থিতি সামাল দেয়।

অভিযোগে জানা যায় , বর্ণিত ইউনিয়নের নয়াপাড়ার হাজী আহমদ হোছনের পুত্র ডা. শফিউল আলমের মালিকানাধীন (পালকি) মুদির দোকানটি স্থানীয় মাষ্টার বশির আহমদ, মৌলভী মমতাজ আহমদ ও সিরাজুল হক কোম্পানীর নেতৃত্বে ৩০/৩৫ জনের সশস্ত্র সন্ত্রাসীরা ভাংচুর করেন। এসময় বাধা দিতে গিয়ে দোকানদার খোকনকে টেনে হেচড়ে দোকান থেকে বের করে দিয়ে মারধর করা হয়েছে। একপর্যায়ে সন্ত্রাসীরা দোকানঘর ভাংচুর করে রাস্তার পূর্বপাশে ছুড়ে ফেলে দেয়। দোকানদার খোকন জানায়, তার ক্যাশে রক্ষিত ৫০ হাজার টাকা ও মালামালসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা গেছে ঐ দোকান ঘরের জমির মালিক ডা. শফিউল আলম। তিনি জানান, বিরোধীয় এ জমিতে প্রতিপক্ষ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতে সশস্ত্র হামলা চালিয়ে মালামাল লুট করে জমি দখলের পায়তারা চালাচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে কক্সবাজার ম্যাজিষ্টেট আদালতে মামলা রয়েছে। যার নং: ২৮৬/১৬। জমি দখলের ঘটনায় তিনি চকরিয়া থানায় ৩ জনকে অভিয্ক্তু করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি চকরিয়া থানার এসআই শুকান্ত চৌধুরীর নিকট তদন্তাধীন রয়েছে।

পাঠকের মতামত: