ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

খালেদা জিয়াকে মুক্ত করেই নির্বাচনে যাবে বিএনপি- লুৎফুর রহমান কাজল

খুরুশকুল বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি) খুরুশকুল  ইউনিয়ন শাখার উদ্যোগে  বর্ধিত সভা ও ইফতার মাহফিল  ৩ জুন রোববার খুরুশকুল ধীরেন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাটে অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে প্রধান অথিতির বক্তব্যে সদর রামু আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার পরেই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যাবে বিএনপি|

তিনি বলেন আওয়ামীলীগ সরকার এতো উন্নয়ন যদি করে থাকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায় কেন তা বুঝতে হবে। তিনি দেশ এখন কঠিন সময় পার করছে মন্তব্য করে বলেন, এভাবে একটি দেশ চলতে পারেনা,| এই দুঃশাসন থেকে উত্তোরনের জন্য একটি সুষ্ট নিবার্চনের জন্য অপেক্ষা করছে জনগণ। সুষ্ট নির্বাচন হলেই আওয়ামীলীগ আর কোনদিন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।

খুরুশকুল ইউনিয়ন বিএনপির আহবায়ক আমানুল হক আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব ফয়েজ উল্লাহ মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সভাপতি সুবেদার মেজর (অবঃ) আব্দুল মাবুদ, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন জিকু, ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক শাহ আলম ছিদ্দিকী, হাজী আব্দু রহিম, মোস্তাক আহমদ, বিএনপি মাস্টার আবু তাহের, আবদুল মালেক,  সিরাজুল হক, সদর উপজেলা যুদলের সভাপতি ফরিদুল আলম, বিএনপি নেতা প্রভাষক আমানুল হক, জাহাঙ্গীর আলম, সদর ছাত্রদলের সভাপতি শাহীনুল কাদের লিমন, ইউনিয়ন যুবদলের আহবায়ক আকতারুজ্জামান লাভলু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল্লাহ, ছাত্রদলের সদস্য সচিব কাইছার হামিদ বাপ্পি। এসময় উপস্হিত ছিলেন  জেলা যুবদলের দপ্তর সম্পাদক নুরুল আমিন, জেলা ছাত্রদল নেতা রফিকুল ইসলাম, বিএনপি নেতা নুরুল আলম মাস্টার, নুরুল হুদা মেম্বার, হাসান শরীফ, ছুরত আলম মিস্ত্রি, মোহাম্মদ সিকান্দার, যুবদল নেতা মোতাহের হোসেন, সুলতান আহমদ, সেলিম উদ্দিন, কামাল উদ্দিন বাবুল, ফরিদ আলম, মোহাম্মদুল হক পুতু, সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা শাহেদ, যুবদল নেতা সরওয়ার কামাল, সাইফু রহমান, মোহাম্মদ আলী, জাহেদুল ইসলাম রুবেল, সাইফু রহমান, শওকত আকবর, বিএনপি নেতা শাহাজাহান, আমির হোছন মেম্বার, সাইফুল হক, মোজাফ্ফর আহমদ, মকছুদ উল্লাহ, সিরাজুল হক, ছৈয়দ আহমদ, আব্দুল মোনাফ, নুরুল ইসলামসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্হিত ছিলেন।

পাঠকের মতামত: