ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

খালেদা জিয়াকে মুক্ত ও সালাহউদ্দিনকে দেশে ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন  -পেকুয়ায় এড.হাসিনা আহমদ

নিজস্ব প্রতিনিধি. পেকুয়া ::

দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমান ও আপনাদের প্রিয় সন্তান সালাহউদ্দিন আহমদকে দেশে ফিরিয়ে আনতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। মনে রাখতে হবে এৃবারের নির্বাচন কঠিন নির্বাচন এ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র পুন:উদ্ধার করতে হবে মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

আজ ২৮শে নভেম্বর বুধবার সকালে উপজেলা রির্টানিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্রের অনুলিপি জমা দেন। জমা দান শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন একাদশ সংসদ নির্বাচনের চকরিয়া-পেকুয়া আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী এ্যাডভোকেট হাসিনা আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমেদ ২৭ শে নভেম্বর কক্সবাজার জেলা রির্টানিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন পত্র জমা দেন। পরদিন ২৮শে নভেম্বর সকালে নিজ এলাকার উপজেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে উপজেলা বিএনপির পাঁচ সিনিয়র নেতাদের সাথে নিয়ে মনোনয়ন পত্রের অনুলিপি জমা দেন। অন্যান্যদের মাঝে পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম.বাহাদুর শাহ, সাধারন সম্পাদক ইকবাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক শাফায়েত আজিজ রাজু, সহ সাংগঠনিক ইউসুফ রোবেল, পেকুয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মুজিবুল হক চৌধুরী, পেকুয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কামরান জাদিদ মুকুট, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহছান উল্লাহ সাধারণ সম্পাদক আহছান উল্লাহ খোকন, সাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন, উপজেলা মহিলাদলের সভানেত্রী সাবিনা ইয়াছমিন জিনু, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার রনি, পেকুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল আজিম, সাধারণ সম্পাদক ফরহাদ হোছাইন, সাংগঠনিক সম্পাদক এটিএম জাহেদ, পেকুয়া উপজেলা তরুণদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মোবাশ্বের মানিকসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদল, স্বেচ্ছাসেবকদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে হাসিনা আহমেদ মনোনয়ন পত্র যাচাই বাচাই পর্যন্ত তার নিজ বাসায় বিএনপির উপজেলা ও ইউনিয়ন ভিত্তিক নেতাকর্মীর সাথে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

পাঠকের মতামত: