ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

খাদ্যের সন্ধানে অজগর লোকালয়ে এসে জালে আটকা

পেকুয়া সংবাদদাতা :: কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পূর্ব পাহাড়িয়াখালী এলাকা থেকে জালে আটকা পড়া ১০ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে পূর্ব ভারুয়াখালীর মাস্টার জিয়াবুল করিমের বাড়ির উঠানে জালে আটক পড়ে অজগর সাপটি। পরে বনকর্মীদের খবর দিলে তারা এসে অজগরটি উদ্ধার করে নিয়ে যায়।

উপকূলীয় বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা জুয়েল চৌধুরী জানান, অজগরটি খাদ্যের জন্য লোকালয়ে এসেছিল। স্থানীয়দের মাধ্যমে জালে আটকা পড়েছে এমন খবর পেয়ে এটিকে বনবিভাগের লোকজন নিয়ে উদ্ধার করেছি। অজগর সাপটি ডুলহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক অথবা চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হস্তান্তর করা হবে।

পাঠকের মতামত: