ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

ক্ষমতার অপব্যবহার করবেন না, জনতার মনের কথা বুঝার চেষ্টা করুন: শিরিন রহমান

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার-৩ আসনে ২৩ দলীয় ঐক্যজোট মনোনীত একক সংসদ সদস্য পদপ্রার্থী লুৎফুর রহমান কাজলের সহধর্মিনী শিরিন রহমান বলেছেন-ক্ষমতার অপব্যবহার করে নিরীহ,সহজ, সরল ধানের শীষ প্রতীকের নেতাকর্মী-সমর্থকের উপর হামলা করবেননা, মিথ্যা মামলা করবেননা, বল প্রয়োগ করে ভোট আদায়ের অপচেষ্টা করবেননা। বরং আমজনতার মনের ভাষা উপলদ্ধি করতে চেষ্টা করুন। তাদের ভালবাসতে শিখুন। এমন কিছু মনে করবেননা-ধানের শীষ প্রতীকের নেতাকর্মী-সমর্থকেরা খুব দুর্বল। আমাদের নেতাকর্মী-সমর্থকেরা মূলত শান্তিপ্রিয় ও গণতান্ত্রিক পরিবেশে থাকতে আগ্রহী। কিন্তু এসব নেতাকর্মী-সমর্থকদের ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে গেলে হয়ত পালানোর সময় পাবেন না।

১৭ ডিসেম্বর সোমবার ধানের শীষের ঘাটি হিসাবে পরিচিত কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৬ টি মহিলা সমাবেশ ও গণসংযোগকালে সাবেক এমপি কন্যা শিরিন রহমান ভোটারদের উদ্দ্যেশে উপরোক্ত বক্তব্য রাখেন। পিএমখালীতে অনুষ্ঠিত মহিলা সমাবেশেগুলোর স্থান হচ্ছে-মধ্যম নয়া পাড়া, দক্ষিণ নয়াপাড়া ও জুমছড়ি। মহিলা সমাবেশ ও গংসংযোগের সময় নারীনেত্রী শিরিন রহমানের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-কক্সবাজার জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর হুমায়রা বেগম, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক (ভা:) সভাপতি সরোয়ার রোমন, জেলা ছাত্রদলের বর্তমান  সভাপতি শাহাদাত হোসেন রিপন, পিএমখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ছৈয়দ নূর সওদাগর, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম, কক্সবাজার সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসন আলী, সাবেক সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ, শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইনজামামুল হক, মহিলাদল নেত্রী রোকেয়া বেগম, ফরিদা আকতার প্রমুখ। পিএমখালী ইউনিয়নে সাবেক এমপি’র পুত্রবধূ শিরিন রহমান শত শত ভোটারদের সাথে নিয়ে দিনব্যাপী নির্বাচনী প্রচারনায় সেখানে এক উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়।

পাঠকের মতামত: