নিউজ ডেস্ক ::
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে হোয়াইট হাউজের কর্মী মনিকা লিউনস্কির যৌন কেলেঙ্কারি নিয়ে দেশটিতে একসময় বিতর্কের ঝড় উঠেছিল। সেসময় ক্লিনটনের পদত্যাগের দাবিও উঠে। কিন্তু তখন এ নিয়ে কোনো কথা বলেননি বিল ক্লিনটনের স্ত্রী হিলারি।
অবশেষে রবিবার সিবিএস নিউজকে দেওয়া এক ইন্টারভিউতে ওই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন হিলারি।
হিলারি বলেছেন, মনিকা লিউনস্কির সঙ্গে ক্লিনটনের যৌন কেলেঙ্কারি বিষয়টি ক্ষমতার অপব্যবহার নয়।লিউনস্কি ছিলেন ‘প্রাপ্তবয়স্ক’।তাই, প্রেসিডেন্ট পদ না ছেড়ে ঠিকই করেছিলেন বিল ক্লিনটন।
তিনি বলেন, ‘মি-টু’ আ্ন্দোলন নিয়ে যখন গোটা বিশ্ব তোলপাড় হচ্ছে তখন কিন্তু মনিকা লিউনস্কি কিছুই বলেননি। কারণ মনিকার ওই কাজে (যৌন সম্পর্ক) সম্মতি ছিল।
সূত্র: সিএনএন
পাঠকের মতামত: