ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কোটা সংস্কার আন্দোলনে নিহত পেকুয়ায় ওয়াসিমের জানাজায় মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক, পেকুয়া :: কোটা সংস্কার আন্দোলনে নিহত চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ওয়াসিম আকরাম (২২) দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাগগুজারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে মানুষের ঢল নামে।

জানাজায় ইমামতি করেন ওয়াসিম আকরামের চাচা মাওলানা জয়নাল। পরে মুরার পাড়া পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত ওয়াসিম আকরাম।

এর আগে বুধবার ভোর দিবাগত রাত ৩ টার দিকে ওয়াসিম আকরাম মরদেহ তার গ্রামে এসে পৌঁছালে এলাকার শত শত মানুষ ওয়াসিম আকরাম লাশ একনজর দেখার জন্য বাড়িতে ভিড় জমান। এমময় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণ হয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে যায় এলাকার পরিবেশ।

খোঁজ নিয়ে জানা যায়, প্রবাসী শফিউল আলমের ৫ সন্তানের মধ্যে ওয়াসিম ছিলেন ২য়। তাঁকে ঘিরে অনেক স্বপ্ন ছিল দরিদ্র মা-বাবার। তাকে হারিয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে পরিবারটির। মেধাবী এই তরুণের মধুর আচার-ব্যবহারের কারণে গ্রামে সবার প্রিয় ছিলেন আকরাম।

জানাজায় উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্যে রাখেন, পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সালাউদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মন্জু প্রমুখ।

 

পাঠকের মতামত: