ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়ায় ৬ ইউনিয়ন পরিষদে ল্যাপটপ,মডেম,প্রিন্টার বিতরণ

কুতুবদিয়া প্রতিনিধি :: কুতুবদিয়া উপজেলায় জন-সাধারণের কাছে জন্ম, মৃত্যু নিবন্ধন সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে ল্যাপটপ, মডেম প্রিন্টার বিতরণ করা হয়েছে।
২৮ আগষ্ট (শুক্রবার) সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে ইউনিসেফ এর সহায়তায় কুতুবদিয়া উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে এসব পণ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার এ.এম জহিরুল হায়াত, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমদ, দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরী, উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.স.ম শাহারিয়া চৌধুরী,লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোছাইন,বড়ঘোপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিয়াবুল হকসহ ৬টি ইউনিয়ন পরিষদের সচিব উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: