ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়ায় স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক ব্যবহার না করায় ৩১ জনকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া ::
কুতুবদিয়া উপজেলায় করোনা সংক্রমন রোধে স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক ব্যবহার না করায় ৩১ জনকে ১২ হাজার ১’ শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার (২১ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউল হক মীর এ জরিমানা করেন।

এব্যাপারে, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউল হক মীর চকরিয়া নিউজকে জানান, স্বাস্থ্যবিধি অমান্য করা এবং মাস্ক ব্যবহার না করায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ৩১ জন পথচারী, গাড়ির ড্রাইভার, হেলপার, যাত্রী, দোকানদারকে ওই টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

পাঠকের মতামত: