ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়ায় স্কুল ছাত্র অপহৃত

opohoron_1মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া থেকে :

মুক্তিপণের আশায় কুতুবদিয়ায় এক স্কুল ছাত্রকে অপহরণ করেছে ইসহাক বাহিনীর সদস্যরা। ১৪ অক্টোবর শনিবার রাত সাড়ে ৮টায় ধুরুং বাজার থেকে রিক্সা যোগে বাড়ি ফেরার পথে মিরাখালী সড়কের আনিজ্যাপাড়া এলাকা থেকে মোঃ হানিফ (১৬) কে অপহরণ করে নিয়ে যায়। মোঃ হানিফ লেমশীখালী ইউনিয়নের পেয়ারাকাটা গ্রামের মনিরুল্লাহ মাঝির ছেলে। সে সতরুদ্দিন উচ্চবিদ্যালয়ের চলতি বছর এসএসসি পরীক্ষার্থী।

অপহৃতের বাবা মনিরুল্লাহ জানান, গতকাল শনিবার বিকালে স্কুলে টেষ্ট পরীক্ষা শেষে হানিফ ঘরের নিত্যপ্রয়োজনীয় মালামালের জন্য ধুরুং বাজার যায়। বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৮টায় মিরাখালী সড়কে তার ছেলেকে ইসহাক বাহিনীর লোকজন অপহরণ করেছে বলে দাবী করেন। কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদৌসের সাথে এ ব্যাপারে কথা হলে তিনি জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনা স্থলে গিয়ে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত: