ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়ায় শীর্ষ ইয়াবা ব্যবসায়ী জুনাইয়্যা আটক

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া :: শীর্ষ মাদক ব্যবসায়ী আবু জাফর প্রকাশ জুনাইয়্যা (৪৫) কে ইয়াবাসহ আটক করেছে কুতুবদিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় কুতুবদিয়া দ্বীপের দক্ষিণ অমজাখালী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জুনাইয়্যা ইয়াবা বিক্রির খবর পেয়ে থানার ওসি শফিকুল আলম চৌধূরী, এসআই মোসলেম উদ্দিন বাবলুসহ সঙ্গীয় পোর্স নিয়ে অভিযান চালিয়ে ৩০পিচ ইয়াবাসহ তাকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্ত্রী রীনা আকতারসহ ও ইয়াবা সেবীরা পালিয়ে যায়। এ ব্যাপারে কুতুবদিয়া থানায় তার বিরুদ্ধে মাদক মামলা রুজু হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘ দেড় যুগ ধরে মাদক সেবন করতে গিয়ে নিজে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে মাদক ব্যবসায়ী হিসেবে শীর্ষ স্থান দখল করে।

পুলিশ সূত্রে জানা গেছে, আবু জাফরের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় মাদক আইনে ৫টি মামলা রয়েছে বলে ওসি শফিকুল আলম চৌধূরী নিশ্চিত করেন। তিনি আরো বলেন, কুতুবদিয়া দ্বীপে মাদক,সন্ত্রাসী,জলদস্যুতা কাজে জড়িত ব্যাক্তি যতই শক্তিধর হোক তাকে ছাড় দেয়া হবে না।

পাঠকের মতামত: