ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়ায় লকডাউন ভঙ্গের অপরাধে ইটভাটার ৬৯ শ্রমিককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠিয়েছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া ::  করোনা কুতুবদিয়ায় লকডাউন ভঙ্গের অপরাধে ইটভাটার ৬৯ শ্রমিককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠিয়েছে পুলিশ। ভাইরাসে লকডাউনে থাকা ইট ভাটার শ্রমিক সাতকানিয়া থেকে বৃহস্পতিবার (৭মে)সকালে কুতুবদিয়া দ্বীপে পৃথক পৃথকভাবে দুই গ্রুপে প্রবেশকৃত ৬৯ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে প্রেরণ করেছে কুতুবদিয়া থানা পুলিশ। এদের মধ্যে প্রথম গ্রুপে প্রবেশকৃত ৩২ জনকে সকাল ৮ ঘটিকার সময় বড়ঘোপ ঘাট থেকে পুলিশ হেফাজতে নিয়ে কৈয়ারবিলের ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো হয়। পরবর্তীতে বেলা ১১ ঘটিকায় ২য় গ্রুপ আরও ৩৭ জনকে পুলিশ হেফাজতে নিয়ে ২ জনকে কৈয়ারবিলের ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ৪ জনকে আইডিয়াল হাই স্কুলে, ২৮ জনকে ইমাম আবু হানিফা একাডেমিতে এবং ৩ জনকে আলী আকবর ডেইলের কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো হয়।কোয়ারেন্টিনে প্রেরণের পুরো প্রক্রিয়ায় স্থানীয় ইউপি সদস্যদের সক্রিয় সহযোগিতা ছিলো।
উল্লেখ্য, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে প্রেরণকৃত ৬৯ জনের মধ্যে ৬৬জনই কৈয়ারবিল ইউনিয়নের বাসিন্দা এবং ৩ জন আলী আকবর ডেইল ইউনিয়নের বাসিন্দা।

পাঠকের মতামত: