ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়ায় মাদকাসক্ত ইউপি সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া ::  কুতুবদিয়ায় ইয়াবা সেবনকালে ১৫ পিস ইয়াবাসহ এক ইউপি সদস্য আটক করেছে পুলিশ। বুধবার (২৪ এপ্রিল) দিবাগত গভীর রাতে দক্ষিণ ধুরুং বড়ইতলী গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে থানা সূত্র জানায়।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, বুধবার গভীর রাতে দক্ষিণ ধূরুং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য বড়ইতলী গ্রামের মৃত নজির আহমদের পুত্র সাদেক হোছাইন (৪৫) সহ কয়েকজন ইয়াবা সেবন করছিল। গোপণ সংবাদের ভিত্তিতে পুলিশ ইয়াবা সেবনের আসর থেকে বাকিরা পালিয়ে গেলেও ইউপি সদস্য সাদেককে আটক করা হয়েছে।
এসময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর আগেও সে একটি ডাকাতির মামলায় জেল খেটেছে বলেও তিনি জানান।

পাঠকের মতামত: