ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় বিজয় দিবস উপলক্ষে ফুটবল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া ::
কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে বিজয় দিবস উপলক্ষে ফুটবল খেলা বিকাল চারটায় অনুষ্ঠিত হয়েছে। ফুটবল খেলায় অংশগ্রহণ করে কুতুবদিয়া উপজেলা প্রশাসন বনাম সুধী সমাজ। নির্ধারিত সময়ে ১-০ গোলে সুধী সমাজকে পরাজিত করে উপজেলা প্রশাসন বিজয়ী হয়। খেলা উদ্বোধন ও উভয় দলের খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করেন স্থানীয় সাংসদ আশেক উল্লাহ রফিক। খেলাটি পরিচালনা করেন মাষ্টার বিমল কান্তি শীল। উপজেলা প্রশাসনের খেলোয়াড়েরা হলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী, সহকারী ভুমি কমিশনার জিল্লুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর হায়দারসহ অনেকেই এবং সুধী সমাজের খেলোয়াড়েরা হলেন উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান কুতুবী, বড়ঘোপ ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলমসহ অনেকেই অংশ নেন।

পাঠকের মতামত: