ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

এম.এ মান্নান, কুতুবদিয়া:
কুতুবদিয়ায় এক দিনে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার(২৬ এপ্রিল) উপজেলার দক্ষিণ ধুরুং ও উত্তর ধুরুং ইউনিয়নে পানি ডুবির ঘটনা দু‘টি ঘটেছে।
মঙ্গলবার দুপুর ১২ টার দিকে দক্ষিণ ধুরুং হায়দার আলী মিয়াজির পাড়ার ফরিদুল আলমের সাড়ে ৩ বছরের শিশু পুত্র ইলিয়াছ খেলতে গিয়ে বাড়ির সাথের পুকুরে পড়ে যায়। প্রায় আধা ঘন্টা পর তাকে ভাসমান অবস্থ্য়া পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্ষলক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে জানান।
একই দিন (মঙ্গলবার) বিকাল ৩টায় উত্তর ধুরুং মনছুর আলী হাজীর পাড়া গ্রামে জিয়াবুল করিমের কন্যা লাভলী(১) সবার অগোচরে হাঁটি হাঁটি পা পা করে পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ খোজাঁ-খুজিঁর পর তাকে পুকুর থেকে তুলে বিকাল সোয়া ৪টায় সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় জরুরী বিভাগে দায়িত্বরত ডা. আব্দুল্লাহ আল হাসান শিশুটিকে মৃত বলে জানান।

পাঠকের মতামত: