ঢাকা,বুধবার, ১ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুতুবদিয়া প্রতিনিধি ::: 11
কুতুবদিয়ায় পৃথক পানির ডুবির ঘটনায় ২ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৩১ আগষ্ট) সন্ধ্যায় পানিতে ডুবে শিশু দু‘টি মারা যায়। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা সদর বড়ঘোপ আজম কলোনী গ্রামের কাইছার‘র শিশু কন্যা তামান্না (৩) সবার অগোচরে পার্শ্ববর্তী পুকুরে তলীয়ে যায়। খোঁজাখুঁজির পর তাকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল হাছান শিুশুটিকে মৃত বলে ঘোষনা করেন।
অপর দিকে একই সময়ে দক্ষিণ ধুরুং ইউনিয়নের ধুরুংকাঁচা গ্রামের কাশেম এর এক বছর বয়সী শিশু কন্যা তাবাচ্ছুম বাড়ির নিকটের খালে অজ্ঞাতসারে ডুবে গেলে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাবাচ্ছুমকে মৃত বলে জানান। উল্লেখ্য, গত দু‘দিন আগে ধুরুং কাঁচা গ্রামের নাছিরের পুত্র সায়েম (৫) পুকুরে ডুবে মারা যায়।

পাঠকের মতামত: