ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়ায় নিখোঁজের একদিন পর জেলে ইউনুসের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া :: কুতুবদিয়ায় নিখোঁজ হওয়ার একদিন পর ধানক্ষেত থেকে জেলে মোঃ ইউনুসের (প্রকাশ পেটান) লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উত্তর ধূরুং ইউনিয়নের আকবর বলী এলাকার ইফাদ কিল্লার পাশ্ববর্তী ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মো. ইউনুস (৩২) প্রকাশ পেঠান উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আকবর বলী গ্রামের মৃত ফিরোজের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনুসের সাথে স্থানীয় ভাবে কারো কোন দ্বন্দ্ব ছিল না। সে মানসিক ভাবে কিছুটা ভারসাম্যহীন ছিল। রবিবার রাত ১০টার দিকে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সোমবার তার পরিবারের পক্ষ থেকে নিখোঁজের সংবাদ প্রচার করে। মঙ্গলবার সকালে তার লাশ উত্তর ধূরুং ইউনিয়নের আকবর বলী পাড়ার ইফাদ কিল্লার পাশ্ববর্তী ধানক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন জানান, রবিবার রাত ১০টার পর থেকে নিখোঁজ ছিলেন মোঃ ইউনুস। তার পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে মঙ্গলবার সকালে ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে মৃতদেহের ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: