ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় খুঁটি গেড়ে বিদ্যুৎ লাইনের কাজ উদ্বোধন

আব্বাস সিদ্দিকী, কুতুবদিয়া ::  বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম হবে শহর, আর সে গ্রাম গঞ্জে মুজিববর্ষের মধ্যে বিদ্যুৎ পৌঁছে দেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ বছর অপেক্ষার পর অবশেষে দ্বীপবাসীর স্বপ্ন বাস্তবায়নে বিদ্যুতের আলোতে আলোকিত হতে যাচ্ছে উপজেলা কুতুবদিয়া। শনিবার (১৬ অক্টোবর) দুপুরে সাড়ে ৩ টায় উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের হয়রত শাহ আব্দুল মালেক আল কুতুবীর দরবার রাস্তা মাথায় খুঁটি গেড়ে বিদ্যুৎ লাইনের কাজ উদ্বোধন কালে স্থানীয় সাংসদ আশেক উল্লাহ রফিক এসব কথা বলেন। তিনি প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, বিদ্যুাতায়নের সুসংবাদটিকে বিভ্রান্তি সৃষ্টি করেছিল কিছু ব্যক্তি। তাই যত দ্রুত সম্ভব বিদ্যুতের কাজ সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুৎ এমন স্লোগানকে সামনে রেখে কুতুবদিয়ায় ২০২২ সালের ১৬ ডিসেম্বর বিদ্যুতের আলোতে আলোকিত হবে।

উপজেলা বিদ্যুৎ আবাসিক প্রকৌশলী আবুল হাসনাতের সঞ্চালনায় অনুষ্ঠানে হাতিয়া, কুতুবদিয়া ও নিঝুম দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. ফারুক আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণাঞ্চল বিতরণ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী দেওয়ান সামিনা বানু, উপজেলা পরিষদের চেয়ারম্যান এড ফরিদুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. নুরের জামান চৌধুরীসহ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, উত্তর ধূরুং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হালিম, দক্ষিণ ধূরুং ইউনিয়নে
চেয়ারম্যান আলা উদ্দিন আল আজাদ, লেমশীখালী ইউনিয়নে চেয়ারম্যান আক্তার হোছাইন, কৈয়ারবিল ইউনিয়নের চেয়ারম্যান আজমগীর মাতবর ও আলী আকবর ডেইল ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার, উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর সিদ্দিকী, যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলমসহ বিভিন্ন শ্রেনীর নেতাকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

প্রসংগত, ২০২২ সালের ১৬ ডিসেম্বর কুতুবদিয়ায় শতভাগ বিদ্যুত সরবরাহের কার্যক্রম শুরু হবে। পেকুয়া উপজেলা থেকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কুতুবদিয়ায় সাব স্টেশনে যুক্ত করে বড়ঘোপ বিদ্যুৎ কেন্দ্র সংযুক্ত হবে। এ বিদ্যুত কেন্দ্র থেকে উপজেলার ৬ টি ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হবে। উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের শাহ আব্দুল মালেক আল কুতুবীর দরবার রাস্তা মাথায় খুঁটি গেড়ে বিদ্যুৎ লাইনের কাজ উদ্বোধনের পরেই সকল জায়গায় খুঁটি স্থাপন করা হচ্ছে। ২০২২ সালের মধ্যে পুর্নাঙ্গ কাজ সম্পন্ন করার চেষ্টা হচ্ছে।

পাঠকের মতামত: