ঢাকা,বুধবার, ১ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়ায় আসামী ছিনতাইঃ এএসআইসহ ৫ পুলিশ সদস্য আহত

asami-chinoগিয়াস উ‌দ্দিন, কুতুব‌দিয়া থে‌কে ফি‌রে ::
কুতুবদিয়ায় আলী আকবর ডেইল ইউনিয়নস্থ তাবালেরচর বাজারে এক ওয়ারেন্টভুক্ত আসামী  ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই)সহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতরা হলেন, কুতুবদিয়া থানার এএসআই আমিনুল ইসলাম (৪০),কনস্টেবল ইউছুপ (২৭),রেজাউল (২৬),অসীম বড়ুয়া (২৫),রূপন সেন (২৫) ও সানি বড়ুয়া (২৫)। আহতদের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গতকাল ২৩ অক্টোবর (রবিবার) সন্ধ্যা সাতটায় গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া থানার এএসআই আমিনুলের নেতৃত্বে  এক দল পুলিশ আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালেরচর বাজারে হত্যা মামলার পলাতক আসামী মাহমুদুল হোছনের ছেলে কাদের (২৩ )কে আটক করে। বাজার থেকে কাদেরকে আটক করে থানায় নিয়ে আসার সময় এক দল দুর্বৃত্ত অতর্কিতভাবে পুলিশের উপর আক্রমণ করে এলোপাতাড়ি মারধর পূর্বক হাতকড়াসহ আসামীকে ছিনিয়ে নিয়ে যায়। এখবর পেয়ে কুতুবদিয়া থানা ওসি অংসা থোয়াই অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রাত সাড়ে ৯টার সময় কুতুবদিয়া হাসপাতালে ভর্তি করান। সরকারি কাজে বাধাঁ প্রদানের সংশ্লিষ্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি অংসা থোয়াই নিশ্চিত করেন।

পাঠকের মতামত: