ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়ায় আলি আকবর ডেইল উচ্চ বিদ্যালয়ের সড়কটি বেহাল দশা! দেখার কেউ নেই

কুতুবদিয়া প্রতিনিধি  ::

কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল স্কুল  সড়কের বেহাল দশা। সুপরিচিত অালী আকবর ডেইল উচ্চ বিদ্যালয়ের সড়কটির নাছিয়ার পাড়া থেকে সিকদার পাড়া পর্যন্ত ছোট-বড় ঝূকিঁপূর্ণ হাজারো গর্ত সৃষ্টি হয়েছে। সড়কটি প্রায় ১ কিলোমিটার সড়কের বেহাল দশা। ইট সরে গিয়ে সড়কটির অধিকাংশ জায়গায় সৃষ্টি হয়েছে হাজারো ছোট-বড় ঝূকিঁপূর্ণ গর্ত। সড়কটি যেন মরন ফাদেঁ পরিনত হয়েছে। অনেক জায়গায় রাস্তা দিয়ে চলাচল একেবারে অনুপযোগি হয়ে পড়েছে। রাস্তায় চলতে গিয়ে হরহামেশা দুর্ঘটনার পতিত হচ্ছেন অনেক শিক্ষার্থী।

সারাদেশে শিক্ষার ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের অগ্রগতির জোয়ারে বয়ে যাচ্ছে।এ অবস্থায় “স্কুল সড়ক” দিয়ে প্রতিনিয়ত শিক্ষার উদ্দেশ্য আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার-হাজার শিক্ষার্থীদেরকেও ঝূকিঁপূর্ণ সড়ক দিয়ে যাতায়ত করতে হচ্ছে। তাদের মধ্যে অনেকই আহত হয়ে পায়ে হেটে যাওয়ার দৃশ্য সরজমিনে চোখে পড়ছে। সড়কের দু’পাশ ও মাঝে-মধ্যে ভেঙ্গে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীদের চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।

স্কুল সড়কটি কালোয়ার ডেইল, সিকদার পাড়া, বড়ঘোপের দক্ষিণ মগডেইল, পশ্চিম আলী আকবর ডেইলসহ পাশের এলাকার জন্য অতিপ্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সড়ক। স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন ব্যবসা-বানিজ্যের ক্ষেত্রে এ সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্কুল সড়কটিতে চলতে গিয়ে পথচারি, ছাত্র-ছাত্রীদের যেমন সময়ের অপচয় হচ্ছে ঠিক তেমনি রয়েছে জীবনের ঝুঁকি।

এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীদের যাতায়তের অতি গুরুত্বপূর্ণ  স্কুল সড়কটি মেরামতের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতনমহল।প্রায় ১০ বছর আগে স্থানীয় সরকার বিভাগ ডাবল সলিন ইট দ্বারা মেরামত করেন সড়কটি। কালের পরিক্রমায় সড়কটি বর্তমানে খানাখন্দে পরিনত হলেও দেখার কেউ নেই।

এব্যাপারে আলী আকবর ডেইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ আহমদ কুতুবী জানান-“ স্কুল সড়কটি ছাত্র-ছাত্রীদের জন্য অতিপ্রয়োজনীয়। সড়কটিতে ছোট-বড় অনেক গর্ত হওয়ায় ঝুর্কিপূর্ণের মাঝে যাতায়ত করতে হচ্ছে। সড়কটি দিয়ে টেকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, কুতুব আউলিয়া কিন্ডারগার্টেন স্কুল, কুতুব আউলিয়া শামসুল উলুম আজিজিয়া দাখিল মাদ্রাসা, কাইমুল হুদা সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা যাতায়াতে চরম অসুবিধায় পড়তে হচ্ছে। সড়কটি দ্রুত সংস্কার অতি প্রয়োজন। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সড়কটি সংস্কার করে যাতায়তের সু-ব্যবস্থার দাবি জানাচ্ছি।
কুতুব আউলিয়া শামসুল উলুম আজিজিয়া দাখিল মাদ্রাসার ১০ম শ্রেনীর ছাত্র মতিউর রহমান জানান, সড়কটি যাতায়াত অনুপযোগী হওয়ায় ঠিকমত মাদ্রাসায় উপস্থিত হতে পারা যাই না।অনেক সময় ক্লাসে উপস্থিত হতে দেরি হয়।
এব্যাপারে কুতুবদিয়া উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর সিদ্দিকী জানায়, আলি আকবর ডেইল উচ্চ বিদ্যালয়ের সড়কটি দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে পরিত্যাক্ত হয়ে পড়ে থাকায় স্কুল কলেজ, মাদ্রাসার ছাত্র ছাত্রী ও জনসাধারনের সড়কটি ব্যবহার মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বষার মৌসুমে সড়কটি ব্যবহার একেবারেই অনুপযোগী হয়ে পড়ে।প্রতিনিয়ত সড়কটিতে বিভিন্ন যানবাহন খানাখন্দে পড়ে দূর্ঘটনার শিকার হচ্ছে।আবার অনেকেই পা পিচলে পড়ে আহত হচ্ছেন।সড়কটি যেন মরন ফাঁদে পরিণত হয়েছে। তাই সড়কটি দ্রুত মেরামত করে ছাত্র ছাত্রীর, এলাকাবাসীর জনদুর্ভোগ লাঘব করার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

পাঠকের মতামত: