ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় আরও ৫ পরিবারের মাথা গোঁজার ঠাঁই

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া ::
কুতুবদিয়ায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গণভবন থেকে (২১ জুলাই) বৃহস্পতিবার সকালে উপজেলার ভিডিও কনফারেন্সে হলরুমে ভার্চুয়াল মিটিংনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উদ্বোধন করেন। সারা দেশের ন্যায় অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি সারা দেশে ২৬,২২৯টি পরিবারকে ২ শতক জমি ও ঘর প্রদান উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দেওয়া ভূমিহীন ও গৃহহীনদের ৫টি পরিবারের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর হায়দার, উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার বিউটি, বীর মুক্তিযুদ্ধা লিয়াকত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুল হাসান, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমগীর খান মাতবর, আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার, বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসাইন, উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের আব্দুল হালিমসহ সরকার কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও উপকার ভোগীরা।

ইতোমধ্যে, কুতুবদিয়ায় (২১ জুলাই) ৫ টি ভুমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহের দলিল হস্তান্তরসহ উপজেলায় এ পর্যন্ত মোট ৬১টি গৃহহীন ও ভুমিহীন পরিবারকে পুনর্বাসিত করা হয়।

পাঠকের মতামত: