আব্বাস সিদ্দিকী, কুতুবদিয়া :: কুতুবদিয়ায় বড়ঘোপ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার বড়ঘোপ বাজারে মৌলভী মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৪টি দোকান আগুনে পুড়েছে। পুড়ে যাওয়া দোকান গুলো হল, সেতুবন্ধু দাসের ক্রোকারিজের দোকান, জিল্লুর রহমানের আল মদিনা আবির ফ্যাশনসহ দুটি শুঁটকি মাছের দোকান পুড়ে গেছে। এ সময় অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। তবে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেতুবন্ধুর দোকানে আগরবাতির আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, সকালে বাজারে হঠাৎ আগুন লেগে মুহূর্তের মধ্যে ক্রোকারিজের দোকানসহ বাজারের আরও তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর সহযোগিতায় ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এর আগে ৪টি দোকান পুড়ে যায়।
পাঠকের মতামত: