ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

কুতুবদিয়ায় অস্ত্রসহ টেকনাফের কুখ্যাত হাকিম ডাকাতের সহযোগী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া :: মাদক বিরোধী অভিযানে প্রতিদিনের ন্যায় আজ ২৯ জুলাই বুধবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া থানা ওসি সফিকুল আলম চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ দক্ষিণ ধূরুং ইউপিস্থ জেলে পাড়া এলাকায় অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেফতার করে।

থানা সূত্র জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) কুতুবদিয়া থানা অফিসার ইনচার্জ এ. কে. এম. সফিকুল আলম চৌধুরীর নেতৃত্বে সাব-ইন্সপেক্টর সঞ্জয় সিকদার ও এসআই(নিঃ)/মোঃ শামছুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার দক্ষিণ ধূরুং ইউপিস্থ জেলে পাড়া খুইল্লার টেক রাস্তার মাথা স্থানে রাত ১ টায় টেকনাফের কুখ্যাত হাকিম ডাকাতের সহযোগী ডাকাত দেলোয়ার হোসেন(৩৯)কে আটক করে। সে লেমশীখালীর পেয়ারা কাটা শফিকুর রহমানের ছেলে। আটকের সময় ১টি দেশীয় তৈরী অস্ত্র (এলজি) উদ্ধার করা হয়। কুতুবদিয়া থানায় তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতির প্রস্তুতির অভিযোগে সংশ্লিষ্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা রয়েছে, কুতুবদিয়া থানার মামলা নং- ৪/১০৭, তাং- ০৬/১১/১৭খ্রিঃ, ধারা- ১৯-এ ১৮৭৮ সালের অস্ত্র আইন, কুতুবদিয়া থানার মামলা নং- ৩/১০৬, তাং- ০৬/১১/১৭খ্রিঃ, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড, কুতুবদিয়া থানার মামলা নং- ৩/৫৫, তাং- ০৭/০৮/১১খ্রিঃ, ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩৫৪/৩৭৯ পেনাল কোড।) রয়েছে এবং অদ্য ২৯/০৭/২০২০খ্রিঃ এসআই(নিঃ)/সঞ্জয় সিকদার বাদী হইয়া তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।কুতুবদিয়া থানার মামলা নং- ২০/৯৭, তাং- ২৯/০৭/২০২০খ্রিঃ, ধারা- ১৯-এ ১৮৭৮ সালের অস্ত্র আইন দায়ের করেন।

পাঠকের মতামত: