ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ৫ পরিবার খোলা আকাশের নিচে পরিবারগুলো

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া :
কুতুবদিয়ার উত্তর ধূরুং ইউনিয়নের কাইসার পাড়া গ্রামে ৫টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রতি পরিবারের মালামাল পুড়ে ২৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বসতঘর পুড়ে যাওয়া এসব পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। রবিবার রাত সাড়ে ১০ টায় আগুনের এ ঘটনা ঘটে। স্থানীয়রা ও ক্ষতিগ্রস্তরা এসব তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তদের মতে, উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের কাইসার পাড়া গ্রামের মানিকের বসতঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে একই লাইনে থাকা আমান উল্লাহর দু’পুত্র তৌহিদুল ইসলাম ও নজরুল ইসলাম, শের উল্লাহর দু’পুত্র দেলোয়ার হোছাইন ও মানিক এবং মৃত গোলাম সোবহানের পুত্র আমান উল্লাহর বসতঘর পুড়ে যায়। আগুন লাগার পর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ওই ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে, সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন আল আজাদ,উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হালিমসহ ইউপি সদস্যগণ। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ টাকাসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।

পাঠকের মতামত: