ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

কুতুবদিয়া রাস্তার বেহাল দশা, সংস্কারের দাবী মুসল্লীসহ এলাকাবাসীর

আব্বাস সিদ্দিকী, কুতুবদিয়া ::  কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের হায়দার পাড়ার মসজিদের গুরুত্বপূর্ণ ইফাদ কিল্লা সড়কের বেহাল দশা হলেও এ যেন দেখার কেউ নেই। এতে প্রতিনিয়তই এলাকাবাসী ও মুসল্লিরা দুর্ঘটনার শিকার হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের হায়দার বাপের পাড়ার ফোকানিয়া মাদ্রাসা থেকে ঐতিহ্যবাহী ছদর বাপের মসজিদ পর্যন্ত প্রায় ৩শত মিটার রাস্তার কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তার ধারের মাটি সরে গিয়ে খানা খন্দের ফলে রাস্তা সরু হয়ে গেছে। এ রাস্তা দিয়ে মুসল্লি, শিক্ষার্থীরা মসজিদ, ইফাদকিল্লা, স্কুল ও ফোরকানিয়া মাদ্রাসার যেতে চরম দূর্ভোগে পড়েছে। প্রাকৃতিক দুযোর্গ হলে হায়দার বাপের পাড়ার প্রায় পাঁচ হাজার মানুষ ইফাদকিল্লায় যাতায়াত করে থাকে।

আলী আকবর ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহাবুদ্দিন জানান, ইফাদ কিল্লার সড়কটির বেহাল দশার কারণে অল্প বৃষ্টিতেই মানুষ চলাচল করতে পারে না, ফলে ধর্ম প্রাণ মুসল্লীরা মসজিদে প্রবেশ করার দুষ্কর হয়ে পড়ে। মুসল্লিদের নামাজ আদায়ে বিঘ্ন সৃষ্টি হচ্ছে রাস্তার বেহাল দশা। দ্রুত রাস্তাটির সংস্কারের দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছফা বিকম জানান, অল্প সময়ের মধ্যে রাস্তা সংস্কারের কাজ হবে।

এ ব্যাপারে উপজেলা এলজিইডি প্রকৌশলী সিদ্দিকুর রহমান বলেন, রাস্তাটি সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অচিরেই সংস্কারের কাজ হতে পারে বলে তিনি জানান।

এদিকে, রাস্তাটি বেহাল দশা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে পরলেও তারা যেন দেখেও না দেখার ভান করছেন বলে দাবী মসজিদ মুসল্লীদের।

পাঠকের মতামত: