ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

কুতুবদিয়া উপজেলা জামায়াতের সভায় স্থায়ী বেড়িবাঁধ নির্মানের দাবী

mail.google.comবাংলাদেশ জামায়াতে ইসলামী কুুতুবদিয়া উপজেলা শাখার এক প্রতিনিধিসভা অদ্য বেলা২টায় উপজেলা আমীর মাওলানা আনোয়ার হোছাইনের সভাপতিত্বে স্থানীয় কার্যালয়ে অনুষ্টিত হয়। সভায় প্রস্তাবে বলা হয় ঘুর্নিঝড় রোয়ানোর ফলে কুতুবদিয়ার চারিদিকে বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ায় কুতুবদিয়াবাসী চরম উৎকন্ঠার মধ্য দিনাতিপাত করছে।তাই সরকারকে অবিলম্বে টেকসই স্থায়ীবেড়িবাঁধ নির্মানের উদ্দোগ গ্রহন করা প্রয়োজন বলে জামায়াত ইসলামী মনে করে।প্রতিনিধি সভা আরো মনে করে রোয়ানোর কারনে যেসব বাডীঘর বিধ্বস্ত হয়ে গেছে সেসব পরিবারসমুহকে পুনর্বাসন করতে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।।সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের প্রচার সম্পাদক আবুহেনা মোস্তফা কামাল বলেন জামায়াত নেতাকর্মীদেরকে দূর্গত মানুষের পাশে দাড়াতে হবে।অতীতে সকল দূর্যোগ পরবর্তী সময়ে জামায়াত জনগনের পাশে ছিল এখনো জনগনের কল্যানে ভুমিকা পালন করতে হবে।সভায় আরো বক্তব্য রাখেন উপজেলার সাবেক আমির মাওলানা আমানউল্লাহ,উপজেলা শ্রমবিভাগের সভাপতি মাওলানা নুরুল আমিন উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা নেছারউদ্দিন কৈয়ারবিল ইউনিয়ন সভাপতি মাওলানা কলিমুল্লাহ আলীআকবর ডেইল ইউনিয়ন সভাপতি মাওলানা নেছার উত্তরধুরুং ইউনিয়ন সেক্রেটারী মুহাম্মদ ওসমান, বড়ঘোপ ইউনিয়ন সেক্রেটারী মুহাম্মদ নুরুলইসলাম জামায়াতনেতা নাছিরউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পাঠকের মতামত: