ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

কাপ্তাই হ্রদ থেকে প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক  :: রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে ভাসমান অবস্থায় প্রান্ত দেওয়ানজি (১৮) এবং তাহমিনা খানম তিন্নি (১৬) নামে এক প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে জেলা সদরের মগবান ইউনিয়নের বড়গাঙ এলাকা থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

প্রান্ত রাঙামাটি শহরের রিজার্ভ বাজারস্থ ১নং পাথরঘাটা এলাকার ছোট দেওয়ানজির ছেলে। তিনি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। আর তাহমিনা একই শহরের বনরুপা এলাকার বাসিন্দা। সে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী। তবে মেয়েটির বাবার নাম জানা যায়নি।

স্থানীয়রা জানায়, গত ২৩ জুলাই সকালে প্রান্ত রাঙামাটি সদরের মগবান ইউনিয়নের বড় গাঙ এলাকার উদ্দেশে বের হন। এরপর প্রান্ত তার এক বন্ধুকে ফোন করেন। এরপর থেকে তিনি নিখোঁজ হন। এ ব্যাপারে প্রান্তর বাবা রাঙামাটি কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি করেন।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক রণি জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হবে।

পাঠকের মতামত: