ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

কাজিরপাড়া প্রাইমারী স্কুলে বৃক্ষরোপন কর্মসুচি

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এক কোটি চারা রোপন কর্মসুচির আলোকে কক্সবাজারের চকরিয়ায় বৃক্ষরোপন কর্মসুচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন পিসফুল ইউনাইটেড ক্লাব। সংগঠনটির উদ্যোগে শনিবার ২৫ জুলাই সকালে চকরিয়া পৌরসভার কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচী অংশ হিসেবে চারা রোপন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসুচি উদ্বোধন করেছেন চকরিয়া উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.আনোয়ারুল কাদের। এসময় তিনি উপস্থিত সবাইকে নিয়ে বিদ্যালয় মাঠে একটি পেয়ারা গাছের চারা রোপন করেন।

চকরিয়া পিসফুল ইউনাইটেড ক্লাবের সভাপতি মো.জাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাজিরপাড়া কাজীর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা (এসএমসি) কমিটির সভাপতি সাংবাদিক এম জিয়াবুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম রুকুন উদ্দিন, চকরিয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক মুহাম্মদ মনজুর আলম, চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের প্রবীণ আওয়ামীলীগ নেতা নুরুল আলম সওদাগর, চকরিয়া পৌরসভার বিল্ডিং ও লাইটিং পরিদর্শক রাজিবুল মোস্তাফা, চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ালীগের সাধারণ সম্পাদক এম নুরুস সফি, চকরিয়া পৌরসভা যুবলীগের সহ সম্পাদক মোজাম্মেল হক, আওয়ামীলীগ নেতা ছৈয়দুল মোবারক, আনোয়ার হোসেন, আবচার উদ্দিন মনিক, উপজেলা চেয়ারম্যান অফিসের সৈয়দ আকবর, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সেনা সদস্য নাজেম উদ্দিন খোকন, কাজী বোরহান উদ্দিন প্রমুখ।

উপস্থিত ছিলেন পিসফুল ইউনাইটেড ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নয়ন,সাংগঠনিক সম্পাদক এস এম পাইলট, সহ-সভাপতি মিজানুর রহমান,দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক কাইছার চৌধুরী,ধর্ম বিষয়ক সম্পাদক কাউছার উদ্দিন,শিক্ষা বিষয়ক সম্পাদক মোবারক, সিনিয়র সদস্য হান্নান,আনোয়ার সহ প্রমুখ।

পাঠকের মতামত: