ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

করোনায় মারা গেছেন চকরিয়া পৌরসভার মেয়রের চাচা শফিকুর রহমান

এম.জিয়াবুল হক, চকরিয়া ::  করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কক্সবাজারের চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীর মেঝো চাচা শফিকুর রহমান (৬৪)। তিনি আমেরিকার নিউইয়র্কে স্বপরিবারে বসবাস করতেন। মঙ্গলবার ১৪ এপ্রিল নিউইয়র্ক সময় বিকাল ৪ টা ৫৮মিনিটে শহরের লং আইল্যান্ড জুইস হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

শফিকুর রহমানের গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের করাইয়াঘোনা গ্রামে। তিনি সম্প্রতি সময়ে সেখানে ছড়িয়েপড়া প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হন। দীর্ঘদিন সাথে লড়াই করে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, করোনা সংক্রমণের এই প্রেক্ষাপটে বর্তমান বিমান চলাচল বন্ধ রয়েছে। সেই কারণে পরিবার মরদেহ বাংলাদেশে আনার আগ্রহ করলেও তা সম্ভব হচ্ছেনা। তাই পরিবারের পক্ষথেকে সিদ্বান্ত নেয়া হয়েছে মরদেহ সরকারি নিয়মে সেখানেই দাফন করা হবে।##

পাঠকের মতামত: