ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

চকরিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান:

করোনা সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার না করায় জরিমানা

এম.মনছুর আলম, চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার না করার দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় স্বাস্থ্যবিধি না মানার দায়ে এবং মাস্ক পরিধান না করার অপরাধে ৬১ ব্যাক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে ৬১টি মামলায় ৬ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

আজ রবিবার (২১মার্চ) দুপুর থেকে থেকে বিকাল পর্যন্ত চকরিয়া পৌর শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ।

অভিযান ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজের কাছে জানতে চাইলে তিনি চকরিয়া নিউজকে বলেন, দেশব্যাপী করোনা সংক্রমণের হার আবারো বৃদ্ধির প্রেক্ষিতে সংক্রমণের হার রোধকল্পে চকরিয়া উপজেলায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনগণকে সচেতন করতে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।

করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, করোনা সংক্রমণের প্রাদুর্ভাব ঠেকাতে পৌর শহরের বিভিন্ন স্থানে পথচারীদের মাস্ক বিতরণ করার মাধ্যমে মাস্ক পরিধানে উৎসাহিত করা হয়।

এ সময় মুখে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৬১ ব্যাক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে ৬১টি মামলায় ৬ হাজার ৫০ টাকা অর্থদন্ড আদায় করা হয়।
কোভিড-১৯ সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে সড়ক, দোকান-পাট, মাঠে আড্ডা না দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে, মাস্ক পরিধান করতে ও করোনার সংক্রমন রোধে আরো সচেতন হতে হবে।

প্রশাসনের ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

পাঠকের মতামত: