ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

কমবা’র কমিটি গঠিত : সোহেল- সভাপতি, উত্তম- সম্পাদক

বার্তা পরিবেশক :   কক্সবাজার মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশন (কম্বা)’র কার্যকরী পরিষদের নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়েছে। ২২ নভেম্বর বান্দরবানের পর্যটন মোটেলে অনুষ্ঠিত সংগঠনের বিশেষ কাউন্সিলে সকলের মতামতের ভিত্তিতে জাহেদ সরওয়ার সোহেলকে সভাপতি, উত্তম পালকে সাধারণ সম্পাদক ও সাহেদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক মনোনিত করা হয়। ২৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি বিশ্বজিত ধর লালন, রিপন বড়–য়া অর্ণব, সহ-সাধারণ সম্পাদক ফরমান রেজা, রিসাত কাফা, রফিকুল ইসলাম বাবর, সহ-সাংগঠনিক সম্পাদক তাহিয়া জোবায়ের পপি, অর্থ সম্পাদক কামাল উদ্দিন, দপ্তর সম্পাদক সুমন চৌধুরী বাবু, সহ-দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুল হক, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রবাল পাল, তথ্য প্রযুক্তি সম্পাদক সুজয় আচার্য্য, সদস্য আপন দে, রাজেশ দাশ, রশিদুল হাসান রাশেদ, মোরশেদ আলম, আলমগীর কবির নিপন, অংক্যছেন বাউল, থ্যাংহ্লাইন রাহুল।

পাঠকের মতামত: