ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারের ২ পুলিশ কর্মকর্তা গোপালগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বদলি

নিউজ ডেস্ক :: কক্সবাজার জেলার ২ জন পুলিশ কর্মকর্তা উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান ও মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর একই পদে ভিন্ন জেলায় বদলি হয়েছেন।

নিহাদ আদনান তাইয়ান বদলি হয়েছেন গোপালগঞ্জ জেলায় এবং প্রবাস চন্দ্র ধর বদলি হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলায়। আজ বুধবার সকাল ১১ ঘটিকার সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোঃ ইকবাল হোসেন এই তথ্যটি নিশ্চিত করেছেন।

৩০ জুন মঙ্গলবার কক্সবাজার জেলা পুলিশ সুপার এর কার্যালয়ের কনফারেন্স রুমে উখিয়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান এবং মহেষখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাস চন্দ্র ধর এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম(বার) মহোদয়।

এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) , অতিরিক্ত পুলিশ সুপার (সদর), অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস), সহকারী পুলিশ সুপার (ডিএসবি), সহকারী পুলিশ সুপার (ট্রাফিক), ডিআইও-১, ওসি ডিবি, ওসি উখিয়া থানা এবং বিদায়ী কর্মকর্তাগন।

পাঠকের মতামত: